ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের জয়ের টার্নিং পয়েন্ট (ছবিতে)

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
টাইগারদের জয়ের টার্নিং পয়েন্ট (ছবিতে) ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশদের উড়িয়ে দারুণ জয়ে এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেলো বাংলাদেশের টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সব ক্ষেত্রেই টাইগাররা দিয়েছে তাদের সেরাটা।



বহু কাঙ্ক্ষিত এ জয়ের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত ক্রিকেটপ্রেমী পাঠকদের জন্য:


বাংলাদেশের হয়ে প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি, নিজেরও প্রথম। বিপদের সময় হাল ধরে খেললেন দুর্দান্ত। গড়ে দিলেন দলের শক্ত ভিত। ঈশ্বরকে ধন্যবাদ জানাতেই পারেন রিয়াদ!


মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের উইকেট কিপার ব্যাটসম্যান। সবশেষ চার ম্যাচে যার ব্যাটিং ফিগার, ৭১, ৩৬, ৬০ ও আজকের ৮৯। রানটাকে আরও দ্রুত গতিতে বাড়িয়ে দিলেন তো তিনিই।


২৭৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নামা মঈন আলী ভয়ংকর হয়ে উঠছিলেন ক্রমশ। অবশেষে রান আউট। উল্লাসে মাতলো পুরো দল।


জয়ের অন্যতম নায়ক রুবেলের জোড়া আঘাতের প্রথম শিকার সেট ব্যাটসম্যান ইয়ান বেল। ইংল্যান্ডের স্কোর তখন ১২১/৪।


হেলস ও রুট- বিপজ্জনক দুই উইকেট নিয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন অধিনায়ক মাশরাফি।


‌কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ.... বোল্ড এন্ডারসন.... জয়ের অন্যতম নায়ক রুবেল তো উড়বেনই!


ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ চার ম্যাচের তিনটিতেই জয়। আর আজকেরটি তো ১৬ কোটি বাঙালির ভালোবাসার প্রতিদান। অধিনায়ক মাশরাফিকে ঘিরে মাঠের এ চিত্র স্বাভাবিকই বটে!

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

** টাইগারদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।