ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের জয়ে সাতক্ষীরায় বিজয় মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
বাংলাদেশের জয়ে সাতক্ষীরায় বিজয় মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ইংল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল রাউন্ড নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় বিজয় মিছিল করেছে ক্রীড়ামোদি সাধারণ মানুষ।

সোমবার বিকেলে সাতক্ষীরার প্রতিটি ঘরে-দোকানে-প্রতিষ্ঠানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই টিভির সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জয় প্রার্থনা করতে দেখা যায়।



রুবেলের দুর্দান্ত বলে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিজয় মিছিল বের করে সাধারণ মানুষ। তাদের কারো গায়ে বাংলাদেশের জার্সি, কারো হাতে জাতীয় পতাকা।

শহরের এক প্রান্ত থেকে মোটরসাইকেল চালক অ্যাসোসিয়েশন, অপরপ্রান্ত থেকে সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী এবং প্রেসক্লাব থেকে সাংবাদিকরা মিছিল বের করে। মিছিলগুলো সাতক্ষীরা শহরের পোস্ট অফিসের মোড়, পাকাপুলের মোড়, কেষ্ট ময়রার মোড়, নিউমার্কেট মোড়, পুরাতন সাতক্ষীরাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান সড়কের পথচারী থেকে শুরু করে সবশ্রেণির মানুষ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।