ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোয়ার্টারে বাংলাদেশকে ভারতের ভয়!

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
কোয়ার্টারে বাংলাদেশকে ভারতের ভয়!

‘কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসাবে ইংল্যান্ডকে পেলে ভারতের জন্য সহজ হতো,’ ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী সুনীল গাভাস্কারের মুখে একথাই শোনা গেলো।

এর মানে ভারতের জন্য বাংলাদেশ এখন ভীতিকর দল।

বলা যায়, খেলার আগেই ভারতের মনে ভয় ধরিয়ে দিয়েছে টাইগাররা।

সোমবার ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ক্রিকেট বিশ্বকাপ আসরের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের জায়গা করে নেওয়ার পর নাড়া পড়েছে ভারতের শিবিরে।

প্রতিবেশী এই দেশটির সঙ্গেই হতে যাচ্ছে টাইগার কোয়ার্টার ফাইনালের লড়াই। আর সে লড়াই নিয়ে এখন থেকেই সমীহ করে কথা বলছে ভারত।

নিজ দেশের ক্রিকেটারদের উদ্দেশ্যে সুনীল গাভাস্কার আরও বললেন, ‘বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনও সুযোগ নেই। ’

আর টাইগারদের কথা বলতে গিয়ে বললেন, ‘এরা ব্যাটিংয়ে ভালো করছে। আর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উইকেটে বাংলাদেশের বোলিংও ঝলসে উঠছে।

বাংলাদেশ দল পুরোপুরিই এখন যেকোনো কিছু ঘটিয়ে দেওয়ার জন্য উদ্দীপ্ত, এমন মন্তব্য করে টাইগারদের প্রশংসা যেমন করলেন তেমনি করে প্রকারান্তরে ধোনি, কোহলিদের কম সতর্ক করলেন না সুনীল গাভাস্কার।

এবারের বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটভক্ত উভয়ের জন্য খুশির উল্লেখ করে বাংলাদেশের আরও সাফল্যেরই ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেটের এই থিংকট্যাংক।

আর সুনির্দিষ্ট করে বাংলাদেশ দলের মুশফিকুর রহিমের কথা বললেন, এই ক্রিকেটারের বিগ ম্যাচ টেম্পাপারামেন্ট কিন্তু অসাধারণ।

বাংলাদেশ সময় ১৯৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।