ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
টাইগারদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।
 
সোমাবার (০৯ মার্চ) ইংল্যান্ড দলের বিরুদ্ধে জয়লাভ করার পর মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রীর এ ঘোষণার কথা জানানো হয়েছে।


 
পাশাপাশি বিজ্ঞপ্তিতে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বীরেন শিকদার।
 
সেই সঙ্গে সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদকেও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষভাবে অভিনন্দন জানান।
 
বাংলাদেশ ক্রিকেট দলকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়দের প্রচণ্ড আত্মবিশ্বাস ও টিমস্পিরিট বজায় রাখার ফলেই প্রতীক্ষিত এ বিজয় অর্জিত হলো। তিনি বিজয়ের এ ধারা অব্যাহত রেখে পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফলাফল উপহার দেওয়ার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।
 
এছাড়াও জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
 
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।