ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয় মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করলেন মাশরাফি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
জয় মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করলেন মাশরাফি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

ঢাকা: বিশ্বমঞ্চে ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে ১৬ কোটি বাঙালির আকাঙ্ক্ষা পূরণের অবিস্মরণীয় বিজয় একাত্তরের মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে মনোমুগ্ধকর পারফরম্যান্সে ইংল্যান্ডকে ১৫ রানে হারায় টাইগাররা।

জয়ের পর মাশরাফি প্রতিক্রিয়া জানাতে আসেন মাথায় লাল-সবুজ পতাকা বেঁধে।

বিজয়ের এই দিনে প্রথমেই স্মরণ করেন নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করা মুক্তিযোদ্ধাদের।

মাশরাফির প্রতিক্রিয়া নিচ্ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও বর্তমানের ধারাভাষ্যকার নিক নাইট। খেলার প্রথম ইনিংস শেষে ইংল্যান্ড ব্যাটিংয়ে নামার আগে জোর দিয়েই যিনি বলেছিলেন, ‘ইংল্যান্ড কষ্ট করে হলেও এই ম্যাচ জিতবে। ’

জয় পায়নি নাইটের দল ইংল্যান্ড। তবে তিনি মাশরাফিকে জিজ্ঞেস করলেন, এই জয় বাংলাদেশের মানুষকে কতটা দোলা দেবে?

বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘এটা আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য। ’

বাংলাদেশ যখন মাঠে খেলে গোটা দেশের মানুষ তাকিয়ে থাকে দলের দিকে। সব কাজ যেন থমকে যায় কিছু সময়ের জন্য। শুভকামনা জানায় যে যেভাবে পারে, যেখান থেকে পারে। প্রবাসী বাঙালিরাও ছুটে যান প্রিয় দেশকে সমর্থন জানাতে। দিনভর গলা ফাটান স্টেডিয়ামে বসে। তাদের ভুলে গেলে কি চলে? তাইতো মাশরাফি বললেন, ‘দেশে যারা আমাদের এই সাফল্য চেয়েছে, তাদের সবার জন্য আনন্দিত। এই সাফল্য আপনাদের জন্য। দেশে আমাদের মানুষ, যারা কঠোর পরিশ্রম করে; এই সাফল্য তাদের জন্যও। ’

পরে মাশরাফি ধন্যবাদ জানান স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া সব বাংলাদেশিকে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।