ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

১৯০ রানেই শেষ চট্টগ্রাম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
১৯০ রানেই শেষ চট্টগ্রাম

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের সপ্তম ও শেষ রাউন্ডের ম্যাচে খুলনা বিভাগের বিপক্ষে মাত্র ১৯০ রানে গুটিয়ে গেছে চট্টগ্রাম। জবাবে প্রথম দিন শেষে চার উইকেটে ৫৪ রান করেছে খুলনা বিভাগ।

প্রথম ইনিংসে চট্টগ্রামের চেয়ে এখনো ১৩৬ রানে পিছিয়ে খুলনা।

সোমবার বিকেএসপির তিন নম্বর গ্রাউন্ডে আগে টস জিতে ব্যাটিংয়ে নামে নাফিস ইকবালের দল। শুরুতেই হোঁচট খায় তারা। ৪৮ রান তুলতেই চার উইকেট হারালে এক প্রান্ত আগলে লড়াই চালিয়ে যান ওপেনার নাফিস ইকবাল। পঞ্চম উইকেটে ফয়সাল হোসেনকে নিয়ে যোগ করেন ৩৬ রান। দলীয় ৮৪ রানে ফয়সাল (১১) বিদায় নেন।

এর পর সাইফুদ্দিনকে নিয়ে ৭৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন নাফিস ইকবাল। সাইফুদ্দিন ৩১ রান করে মেহেদি হাসানের বলে এলডাব্লিউ হলে ছন্দ-পতন ঘটে চট্টগ্রাম ইনিংসে।

এর পর নাফিস ইকবাল বিদায় নিলে শেষ হয়ে যায় চট্টগ্রামের ইনিংস বড় করার স্বপ্ন। শেষ ৩১ রানে পাঁচ উইকেট হারায় চট্টগ্রাম। মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন নাফিস ইকবাল। মেহেদি হাসানের স্পিনে আল আমিন হোসেনকে ১৯৭ বলে ৯৭ রানের ইনিংস খেলেন তিনি।

মেহেদি হাসান নেন চার উইকেট। এছাড়া মেহেদি হাসান মিরাজ ও খুলনা অধিনায়ক আব্দুর রাজ্জাক নেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।