ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মেলবোর্নে টাইগারদের কঠোর অনুশীলন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫
মেলবোর্নে টাইগারদের কঠোর অনুশীলন সংগৃহীত

ঢাকা: যোগ্য দল হিসেবেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। ৯ মার্চ অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে মাশরাফিবাহিনী।



কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিবেশী দেশ ভারত। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন এখন টাইগার শিবিরে।
 
নিউজিল্যান্ডের হ্যামিল্টন ছেড়ে গতকাল (রোববার) পরের ম্যাচের ভেন্যু মেলবোর্নে পৌঁছায় বাংলাদেশ দল। একদিন বিশ্রামের পর সোমবার ভারত-বধে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল।

হেড কোচ চন্দিকা হাথুরুসিংহের অধীনে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছে সাকিব-তামিম-রুবেলরা। শেষ দুই ম্যাচে রান না পাওয়া তামিম ইকবালকে নেটে বাড়তি সময় দিয়েছেন হাথুরুসিংহে। লম্বা সময় ধরে নেট-ব্যাটিং করেছেন টানা দুই ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ রিয়াদও। তামিম-রিয়াদ ছাড়াও নেটে ব্যাটিং করেছেন বাংলাদেশের টপ-অর্ডারের বাকি ব্যাটসম্যানরা।

বোলিংয়ে ঘাম ঝরিয়েছেন মাশরাফি-রুবেল-তাসকিনরা। হাত ঘুরিয়েছন সাকিব, সানি, নাসির, তাইজুলরা।

ব্যাটিং-বোলিং ছাড়াও ফিল্ডিং অনুশীলনে বাড়তি মনোযোগ ছিল টাইগার ক্রিকেটারদের। কঠিন ক্যাচিং অনুশীলনও হয়েছে এ দিন। উপরের ক্যাচ, স্লিপ-ক্যাচ ধরায় রত ছিলেন বাংলাদেশের স্পেশালিস্ট ফিল্ডাররা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাউন্ডারি সীমানা বড় বলে বেশ কিছুক্ষণ থ্রোয়িং অনুশীলনও করেন ক্রিকেটাররা।

অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারানোর পর সেডন পার্কে বিশ্বকাপ ফেভারিট নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই জমিয়ে তোলে বাংলাদেশ দল। শেষ দুই ম্যাচের প্রেরণা ভারতের বিপক্ষে কাজে লাগাতে চায় বাংলাদেশ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামি বৃহস্পতিবার (১৯ মার্চ) ভারত-বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।