ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওডিআই র‌্যাংকিং

সেরা আটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
সেরা আটে বাংলাদেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পুরস্কারটা হাতেনাতে পেয়ে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত রিলায়েন্স আইসিসি ওডিআই টিম র‌্যাংকিংয়ে পাকিস্তানকে ৯-এ নামিয়ে আটে উঠে গেল টাইগাররা।



২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে। স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও ওয়ানডে দলের র‌্যাংকিংয়ের শীর্ষ সাতটি দল ওই টুর্নামেন্টে অংশ নেবে। এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শীর্ষ আটে থাকতে পারলে চ্যাম্পিয়নস ট্রফি সহ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া ১২৯ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে ভারত। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের রেটিং পয়েন্ট ১১৭। দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলা নিউজিল্যান্ড আছে তিনে। ১১২ রেটিং পয়েন্ট পাওয়া প্রোটিয়াদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে কিউইরা।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দু’দলেরই রেটিং পয়েন্ট ৮৮। ৯২’র বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান এক পয়েন্ট কম নিয়ে নবম স্থানে অবস্থান করছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করা ইংল্যান্ড ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

শুধুমাত্র আট নম্বর র‌্যাংকিংই নয়। আসছে জুনে ভারতের বিপক্ষে সম্ভাব্য ওয়ানডে সিরিজে ভালো করতে পারলে ওয়েস্টইন্ডিজকেও টপকে যাবে টাইগাররা।

দক্ষিণ এশিয়ার আরেক পরাশক্তি শ্রীলঙ্কা পঞ্চম স্থানে রয়েছে। লঙ্কানদের রেটিং পয়েন্ট ১০৬। অন্যদিকে, পঞ্চাশ রেটিং পয়েন্ট নিয়ে আয়ারল্যান্ড দশ নম্বরে উঠে আসায় শীর্ষ দশে জায়গা হয়নি জিম্বাবুয়ের।

এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ও পরের বছর নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় আইসিসির ওডিআই র‌্যাংকিংয়ে ৮ম স্থানে উঠেছিল বাংলাদেশ। পরে অবনমন হলেও ২০১২ সালে হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজে ৩-২ ব্যবধানে হারিয়ে আগের অবস্থান পুনরুদ্ধার করে সাকিব-তামিমরা।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।