ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুস্তাফিজদের কাছে হারালো আশরাফুলরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
মুস্তাফিজদের কাছে হারালো আশরাফুলরা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: ফারুক হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ইউনাইটেড ক্লাবকে ১৮৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ৯ম বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টের এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।



সকালে টসে জিতে ইউনাইটেড ক্লাবের অধিনায়ক জাতীয় দলের সাবেক খেলোয়াড় তুষার ইমরান সাতক্ষীরা টাউন স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটে নেমে দলীয় ৪৩ রানে পরপর তিন উইকেট হারিয়ে চাপে পড়লেও ফারুক হোসেনের অপরাজিত ১৮৮ রানের বিশাল ইনিংসে টাউন স্পোর্টিং ক্লাব ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে।

দলের পক্ষে জাতীয় দলে খেলা পেসার রবিউল ইসলাম শিবলু ৫৬ ও স্বপন ৫৯ রান করেন।

ইউনাইটেডের হয়ে মাঠে নামা জাতীয় দলের স্পিনার আব্দুর রাজ্জাক রাজ ১০ ওভাবে ৬৮ রান দিয়ে ৩টি উইকেট লাভ করে। এছাড়া রায়হান, রাহী, জীবন ও তানজির ১টি করে উইকেট লাভ করে।

৩৭৫ রানের বিশাল টার্গেটে তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলকে সাজঘরে ফেরান জাতীয় দলে সদ্য অভিষিক্ত সাতক্ষীরার কৃতি সন্তান মুস্তাফিজুর রহমান। এরপর বাশারের দুর্দান্ত ঘূর্ণিতে একের পর এক সাজঘরে ফেরেন ইউনাইটেড ক্লাবের ব্যাটসম্যানরা।

এতে ৩২ ওভার ২ বলে সবকটি ইউকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে ইউনাইটেড ক্লাব। প্রতিপক্ষের বাশার ৯ ওভারে ৪৯ রান দিয়ে ৪টি, মুস্তাফিজুর ৬ ওভারে ১৮ রান দিয়ে ২টি, নাজমুল ২টি, এনামুল ১টি ও মিন্টু ১টি উইকেট লাভ করে।

ম্যান অব দ্য মাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন টাউন স্পোর্টিং ক্লাবের ফারুক হোসেন।

পরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মুনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।

এ সময় মন্ত্রী স্টেডিয়াম উন্নত করে সাতক্ষীরায় আন্তর্জাতিক ম্যাচ খেলানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের ক্রীড়া অঙ্গনে বিপ্লব সৃষ্টি হয়। আমাদের আমলে বাংলাদেশ ওয়ানডে ও টেস্ট স্ট্যাটাস পায়। আমাদের আমলেই পাকিস্তান বাংলাওয়াশ হয়েছে। আমাদের আমলেই বিশ্বকাপে ভাল খেলেছে ছেলেরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।