ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিম-ইমরুলের রেকর্ড পার্টনারশিপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ১, ২০১৫
তামিম-ইমরুলের রেকর্ড পার্টনারশিপ ছবি: মানজারুল ইসলাম/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম উইকেট জুটিতে গড়লেন সর্বোচ্চ রানের পার্টনারশিপ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানি বোলারদের রীতিতম হতাশায় ডুবিয়েছেন এই দুই ওপেনার।

গত বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম উইকেট জুটিতে ২২৪ রান তুলেছিলেন তামিম ও ইমরুল। এই দুই বাঁহাতি ব্যাটসম্যান আজ সেটিকেও ছাড়িয়ে গেলেন। যেকোনো উইকেট জুটিতে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের করা ২৬৭ রানের রেকর্ডটিও তারা টপকে যান।

তামিম ১২৩ বল মোকাবেলায় ১১টি চার ও তিন ছক্কায় শতক পূরণ করেন। এটি তার ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। অপর প্রান্তে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন ইমরুল। তিনি ১৫৩ বল মোকাবেলায় তামিমের সমান চার-ছয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। টেস্টে পাকিস্তানের বিপক্ষে দু’জনেরই এটি প্রথম সেঞ্চুরি।

ইমরুল আজ নিজের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস উপহার দেন। গত বছর তিনি জিম্বাবুয়ের বিপক্ষে ১৩০ রানের ইনিংস খেলেছিলেন। ইমরুলের পথেই এগোচ্ছে তামিম। আর ২০ রান করলেই ভারতের বিপক্ষে করা ১৫১ রান টপকে যাবেন।

চতুর্থ দিন শেষে কোনো উইকেট না হারিয়েই ২৭৩ রান তুলেছে বাংলাদেশ। অবশ্য, পাকিস্তানের চেয়ে এখনো ২৩ রানে পিছিয়ে আছে টাইগাররা। তামিম ১৩২ ও ইমরুল ১৩৮ রানে অপরাজিত আছেন। আগামীকাল ২৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে দু’জন ব্যাটিংয়ে নামবেন।

এর আগে প্রথম ইনিংসে ৩৩২ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৮০ রান করেন মুমিনুল হক। জবাবে মোহাম্মদ হাফিজের ডাবল সেঞ্চুরিতে ভর করে ৬২৮ রানের বিশাল স্কোর দাঁড় করায় সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘন্টা, মে ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।