ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বারবাডোজে একদিনে ১৮ উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মে ৩, ২০১৫
বারবাডোজে একদিনে ১৮ উইকেটের পতন ছবি: সংগৃহীত

ঢাকা: বারবাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের তৃতীয় টেস্টে শরিবার রাতটি ছিল দারুণ রোমাঞ্চকর। দ্বিতীয় দিনের এ খেলায় ক্রিকেট বিশ্ব দেখলো দু’দলের ১৮টি উইকেটের পতন।

যা ক্যারিবীয় মাঠে একদিনে সর্বোচ্চ।

আগের দিনে ২৪০ রানে সাত উইকেট হারানো ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে এদিন আরো ১৭ রান যোগ করতে অল আউট হয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করেন অধিনায়ক অ্যালিস্টার কুক।

পরে নিজেদের প্রথম ইনিংসে নেমে জেমস অ্যান্ডারসনের ভয়ঙ্কার বোলিংয়ে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান আসে জার্মেইন ব্ল্যাকউডের ব্যাট থেকে। অ্যান্ডারসন একাই তুলে নেন ছয় উইকেট।

তবে ইংলিশরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে যায়। দলীয় ৩৯ রানেই হারিয়ে ফেলে পাঁচ উইকেট। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কুক মাত্র চার রান করেই শ্যানন গ্যাব্রিয়েলের বলে আউট হন। দিন শেষে গ্যারি ব্যালেন্স ১২ ও বেন স্টোকস শুন্য রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ক্যারিবীয় বোলারদের মধ্যে জেরম টেইলর পান দুই উইকেট।

তিন ম্যাচ টেস্ট সিরিজে ইতোমধ্যে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। তবে এ ম্যাচ জিতে সিরিজ ড্র করার সম্ভাবনা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। ইংলিশরা এখন পর্যন্ত ১০৭ রানের লিড দিয়েছে স্বাগতিকদের।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এমএমএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।