ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইস্ট জোনের নাটকীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মে ৩, ২০১৫
শ্বাসরুদ্ধকর ম্যাচে ইস্ট জোনের নাটকীয় জয় সাদমান ইসলাম / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নাটকীয় জয় পেয়েছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোনকে তিন উইকেটে হারিয়েছে তারা।



সেন্ট্রাল জোনের দেয়া ২২৪ রানের টার্গেট ম্যাচের চতুর্থ ও শেষ দিনের এক ওভার বাকি থাকতে অতিক্রম করেছে ইস্ট জোন।

দ্বিতীয় ইনিংসে আগের দিনের করা পাঁচ উইকেটে ২১৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে সেন্ট্রাল জোন। ৯ উইকেটে ৩৪৮ রান ‍তুলে ইনিংস ঘোষণা করে মোশরারফ হোসেন রুবেলের দল। দিনের শেষ সেশনে ইস্ট জোনের টার্গেট দাঁড়ায় ৩২ ওভারে ২২৪ রান।

এই এক সেশন ব্যাটিং করেই জয় তুলে নেয় ইস্ট জোন। শুরু থেকেই দুই ওপেনার নাফিস ইকবাল ও সাদমান ইসলাম ঝড়ো গতিতে রান তুলতে থাকেন। ওভার প্রতি সাতের উপরে রান তুলতে থাকেন তারা। ইনিংসের ১৮তম ওভারে দলীয় ১২৭ রানে নাফিস ইকবালকে (৫৬) সাজঘরে পাঠান আবু হায়দার। এর পর দ্রুত আবুল হাসান ও সাদমান ইসলামের উইকেট হারালেও ঝড়ো গতিতেই রান তুলতে থাকে ইস্ট জোনের ব্যাটসম্যানরা। মাত্র ৬৭ বলে ৭৮ রানের ইনিংস খেলে আউট হন সাদমান।

দ্বিতীয় ইনিংসের সূচণা থেকেই জয়ের সুবাস পেতে থাকা ইস্ট জোনের ব্যাটসম্যানরা হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেন। ২০২ থেকে ২০৬ রান (চার রানের ব্যবধানে) তুলতে আরো চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ইস্ট জোন। সেখান থেকে রাজিন সালেহ ও তাসামুল হকের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে তিন উইকেট হাতে রেখেই জয় পায় অলক কাপালির দল। রাজিন সালেহ ৬ বলে ১০ ও তাসামুল হক ৬ বলে ১১ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ইলিয়াস সানি, আবু হায়দার ও শরিফ উল্লাহ দুটি করে উইকেট নিয়েছেন।

ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইস্ট জোনের ওপেনার সাদমান ইসলাম।

উল্লেখ্য, প্রথম ইনিংসে মাত্র ১৭৯ রানে গুটিয়ে যায় ওয়ালটন সেন্ট্রাল জোন। জবাবে তাসামুল হক ও অলক কাপালির অর্ধশতকে ৩০৪ রান করে ইস্ট জোন।

বাংলাদেশ সময় ১৮৫৫ ঘণ্টা, মে ০৩, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।