ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংলিশদের হারাল ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মে ৪, ২০১৫
ইংলিশদের হারাল ক্যারিবীয়রা ছবি: সংগৃহীত

ঢাকা: তিন দিনেই শেষ বার্বাডোজ টেস্ট। তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ এ ড্র করলো ওয়েস্ট ইন্ডিজ।

দু’দলের বোলারদের দাপটে লো স্কোরিং ম্যাচটি দু’দিন আগেই নিষ্পত্তি হয়। এর আগে দু’দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়। আর দ্বিতীয়টিতে ৯ উইকেটের দাপুটে জয় পায় ইংলিশরা।

স্কোর: ইংল্যান্ড-২৫৭ ও ১২৩
ও.ইন্ডিজ-১৮৯ ও ১৯৪/৫

জয়ের জন্য মাত্র ১৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ন‍ামে উইন্ডিজরা। দলীয় ৩৫ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। এরপর মারলন স্যামুয়েলস (২০) ও শিবনারায়ণ চন্দরপল শূন্য রানে ফিরে গেলে ক্যারবীয়দের স্কোর দাঁড়ায় চার উইকেটে ৮০ রান।

এর পরেই দলের হাল ধরেন ড্যারেন ব্রাভো ও জারমেইন ব্ল্যাকউড। দু’জনের ১০৮ রানের পার্টনারশিপে ভর করে পাঁচ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য থেকে চার রান দূরে থাকতে ব্রাভো (৮২) আউট হলেও ৪৭ রানে অপরাজিত থাকেন ব্ল্যাকউড। প্রথম ইনিংসেও ৮৫ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।

ইংলিশদের হয়ে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস জর্ডান, মঈন আলী ও বেন স্টোকস একটি করে উইকেট লাভ করেন।

এর আগে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে ৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। পরে ১২৩ রানে অলআউট হয় সফরকারীরা। সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন জস বাটলার।

ক্যারিবীয়দের হয়ে তিনটি করে উইকেট দখল করেন জেরম টেইলর, জেসন হোল্ডার ও পারমল। বাকি উইকেটটি নেন স্যামুয়েলস।

ম্যাচ সেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্ল্যাকউড। আর সিরিজ সেরার পুরস্কার পান অ্যান্ডারসন। এই অভিজ্ঞ ইংলিশ পেসার দুই ইনিংস মিলিয়ে সাত উইকেট দখল করেন।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘন্টা, মে ০৪, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।