ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিশেহারা পাকিস্তান দলের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, মে ৪, ২০১৫
দিশেহারা পাকিস্তান দলের অনুশীলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শেষ টেস্টে ঘুরে দাঁড়াতে সোমবার কঠোর অনুশীলন করেছে পাকিস্তান ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাল্কা অনুশীলনের পর  ইনডোরে ব্যাটিং-বোলিংয়ে ঘাম ঝরিয়েছে মিসবাহ বাহিনী।



সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে অনুশীলন। এ সময় পাকিস্তান দলের কেউ সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি।

আগামী বুধবার শুরু হবে  বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।   এই টেস্টের মধ্য দিয়েই শেষ হবে পাকিস্তান দলের প্রায় এক মাসের বাংলাদেশ সফর।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর  প্রথম টেস্টে হতাশাজনক পারফরম্যান্স করে সফরকারী দলটি। তাইতো শেষ ম্যাচে একটি জয় নিয়ে ঘরে ফিরতে চায় তারা।

পেস শক্তি বাড়াতে পাক স্কোয়াডে যোগ দিচ্ছেন তরুণ পেসার বিলাওয়াল ভাট্টি। সোমবার দুপুরে ঢাকা পৌঁছেছেন এই ডানহাতি  ফাস্ট বোলার। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। পাকিস্তান দলের ইনজুরি আক্রান্ত ক্রিকেটার রাহাত আলীর বদলি হিসেবে দলে এসেছেন ভাট্টি।

সোমবার বাংলাদেশ দলের অনুশীলন সেশন নেই। তবে জানা গেছে বিকেলে ঐচ্ছিক অনুশীলনে যোগ দিতে পারেন কয়েকজন ক্রিকেটার। আগামীকাল মিরপুরে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার অনুশীলন করবেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৪ মে ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।