ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের থাবায় কপাল পুড়ছে ওয়াকারের!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মে ৪, ২০১৫
টাইগারদের থাবায় কপাল পুড়ছে ওয়াকারের! ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে ৯২’র বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান বাংলাদেশ সফর করে। নিজেদের ফিরে পেতে এ সফরটিকে কাজে লাগাতেও চেয়েছিল ইমরান খান, ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াদাঁদ, জহির আব্বাসের উত্তরসূরিরা।



ফেভারিট হিসেবেই সফর শুরু করতে চেয়েছিল ওয়াকার ইউনিসের শিষ্যরা। বাংলাদেশ সফরে এসে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পরাজয় দিয়ে শুরু। এরপর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ‘বাংলাওয়াশ’। আর সফরের একমাত্র টি-টোয়েন্টিতে টাইগারদের থাবায় নাজেহাল সফরকারী পাকিস্তান।

ওয়ানডে আর টি-টোয়েন্টিতে ৪-০ ব্যবধানে হারের পর ক্রিকেটের ফরম্যাট পরিবর্তন হয়। টেস্টে নিজেদের এগিয়ে রেখে খুলনায় মাঠে নামে পাকিস্তান। সেখানেও জয় বঞ্চিত ওয়াকার শিষ্যরা। পাকিস্তানে ওয়াকারের সমালোচনা বাড়ছেই।

এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক জহির আব্বাস ওয়াকারের পদত্যাগ চেয়ে বসেন। আরেক সাবেক তারকা রশিদ লতিফও জহির আব্বাসের মতো ওয়াকোরের পদত্যাগ দাবি করেন।

কোচ হিসেবে ওয়াকারের পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) যে হতাশ, তা বোঝা গেল। গুঞ্জন ছিল, টেস্ট সিরিজ শেষে নিজে থেকেই কেটে পড়ার কথা ভাবছেন ওয়াকার। কিন্তু তা নয়, পিসিবি থেকেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ওয়াকারকে বহিষ্কারের।

এমন খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিও টিভি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান ঢাকায় আসছেন। ঢাকায় এসেই ওয়াকার এবং বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি।

লাহোর থেকে সংবাদমাধ্যমটি আরও প্রকাশ করে, ওয়াকারকে তিন মাসের আগাম বেতন দিয়ে জাতীয় দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

উল্লেখ্য, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে ওয়াকারের চুক্তি রয়েছে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ০৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।