ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগাররা ছুটি কাটালেও মাঠে হাজির দলপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ৪, ২০১৫
টাইগাররা ছুটি কাটালেও মাঠে হাজির দলপতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলে রোববার দুপুরে খুলনা থেকে ঢাকায় ফেরে মুশফিক বাহিনী। একদিন বিশ্রাম নিয়ে সোমবার (০৪ মে) পাকিস্তান দল অনুশীলন করলেও বাংলাদেশ দল আজ ঐচ্ছিক ছুটি কাঁটিয়েছে।



তবে, বিকেলে মুশফিক এবং জুবায়ের হোসেন লিখন নিজেদের কিছুটা ঝালিয়ে নিতে হাজির হয়েছিলেন মিরপুর স্টেডিয়ামে। তাদের সঙ্গে ছিলেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংয়ে এবং স্পিন বোলার কোচ রুয়ান কালপাগে।

পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টে জয়ের সমান ড্র নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে টাইগাররা। তবে, পুরো দল ছুটি কাটালেও খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনো রান করতে না পারা টাইগারদের টেস্ট দলপতি মুশফিক কোচকে নিয়ে উইকেট পর্যবেক্ষন করেন। এছাড়া কিছুক্ষণ ব্যাটিং অনুশীলনও চালিয়ে যান মুশফিক।

লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে সঙ্গে নিয়ে রুয়ান কালপাগে কিছুক্ষণ সময় কাটান।

০৬ মে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ০৪ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।