ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিরপুরে পিসিবি প্রধান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ৬, ২০১৫
মিরপুরে পিসিবি প্রধান ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সফরে  আসা পাকিস্তান দলকে মানসিকভাবে চাঙা করতে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকায় এসে পৌঁছান ।



এর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা দেখতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে  উপস্থিত হন তিনি।

বাংলাদেশের কাছে এরই মধ্যে ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশ, একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও হার এবং দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ড্র করে পাকিস্তান।

এমন পারফরম্যান্সে হতাশা ছড়ায় পাক টিম স্কোয়োডে। শেষ টেস্টে যাতে ঘুরে দাঁড়াতে পারে সে জন্যই দলকে প্রেরণা যোগাতে মাঠে এসেছেন শাহরিয়ার খান।
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘন্টা, মে ০৬, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।