ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভূমিকম্পে নিহতদের সেঞ্চুরি উৎসর্গ ইউনিসের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মে ৬, ২০১৫
ভূমিকম্পে নিহতদের সেঞ্চুরি উৎসর্গ ইউনিসের ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নেপালে ভূমিকম্পে নিহতদের উদ্দেশ্যে নিজের করা সেঞ্চুরিটি উৎসর্গ করেছেন পাকিস্তানী ব্যাটসম্যান ইউনিস খান। বুধবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে অসাধারণ এক সেঞ্চুরি করে এই পাক ব্যাটসম্যান।



প্রথম দিনের খেলা শেষে ইউনিস খান বলেন, ‘আমি আজকের সেঞ্চুরিটি নেপালে ভূমিকম্পে নিহত মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছি। সেই সঙ্গে ভূমিকম্পে ভারতে যারা নিহত হয়েছে তাদের উদ্দেশ্যেও উৎসর্গ করছি।

১৯৫ বলে ১১টি চার ও তিন ছক্কায় ১৪৫ রান করে মোহাম্মদ শহীদের বলে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৯তম সেঞ্চুরি। কাকতালীয়ভাবে টেস্টে তার হাফ সেঞ্চুরির সংখ্যাও ২৯।
 
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসকে/এমএমএস

** টেস্টে ২৯তম শতক ইউনিসের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।