ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরিবর্তন চান না পিসিবি চেয়ারম্যান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ৬, ২০১৫
পরিবর্তন চান না পিসিবি চেয়ারম্যান ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সফরে এসে নিজেদের মান অনুযায়ী খেলতে পারেনি পাকিস্তান দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লজ্জাজনক পরাজয় বরণের পর টেস্ট সিরিজে চালকের আসনে থেকেও টেস্ট জিততে পারেনি পাকিস্তান দল।



এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে দলটির হেড কোচ ওয়াকার ইউনুসকে বরখাস্ত করা হতে পারে এমন খবরই রটেছিল পাকিস্তানী মিডিয়ায়। তবে এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান।

বুধবার ঢাকায় এসে সংবাদকর্মীদের জানান, দলের ভেতর পরিবর্তন আনাই সমাধান নয়। কোচ বদল, অধিনায়ক বদল, খেলোয়াড় বদল এগুলো করে আসলে লাভ হবে না। কী কারণে এমন পারফরম্যান্স হচ্ছে সেটাই ফোকাস করতে চাই আমরা। ’

তিনি আরো বলেন, ‘আমি টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো। সবকিছু  এক্সিকিউট করতেই আমি ঢাকায় এসেছি। বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে আবারো আমরা আলোচনা করবো। আগামী মাসে ক্রিকেট বোর্ডের মিটিং আছে সেখানেই সিদ্ধান্ত হবে। একটি-দুটি পরিবর্তন আসতেই পারে এবং সেটা আলোচনা সাপেক্ষেই হবে। ’

শাহরিয়ার খান মনে করেন বাংলাদেশ ফেবারিট দল হিসেবেই জিতেছে। তিনি বলেন, ‘এই মুহুর্তে বাংলাদেশ দল সাফল্যের চূড়ায় অবস্থান করছে। আমরা কোনো ছোট দলের সঙ্গে হারিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারের ব্যবধানে দেখলেই স্পষ্ট হয় কারা এগিয়ে ছিল। ’

পাকিস্তানের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘পাকিস্তানের ফিল্ডিং খুবই বাজে হচ্ছে। ফিল্ডিং খেলার গুরুত্বপূর্ন একটি পার্ট। কেন এমন হচ্ছে  সেটা নিয়ে শিঘ্রই টিম ম্যানেজম্যান্টের সঙ্গে আলোচনা করবো।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ০৬, ২০১৫
এসকে/এমএমএস

** টাইগারদের প্রশংসায় শাহরিয়ার খান
** মিরপুরে পিসিবি প্রধান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।