ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আত্মবিশ্বাসে ঘাটতি নেই ক্রিকেটারদের: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
আত্মবিশ্বাসে ঘাটতি নেই ক্রিকেটারদের: পাপন ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার (১১ জুলাই) বিকেলে বিসিবি কার্যালয়ে টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক শেষে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণ নিয়ে ক্রিকেটারদের সঙ্গেও আলোচনায় বসেন পাপন।

আলোচনা শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।

এ সময় নাজমুল হাসান পাপন জানান, ‘ক্রিকেটারদের আত্মবিশ্বাসে ঘাটতি নেই। ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না এ জন্যই হারতে হচ্ছে বাংলাদেশকে। বোলিং-ফিল্ডিংয়ে আমাদের তেমন সমস্যা নেই। তাছাড়া দক্ষিণ আফ্রিকান বোলাররা খুবই ভালো। ফিল্ডিংয়েও ওরা অসাধারণ। আমাদের ব্যাটসম্যানরা সিঙ্গেল নেওয়ার জন্য গ্যাপও খুঁজে পাচ্ছে না। উপর দিয়ে মারতে গেলে ক্যাচ আউট হয়ে যাচ্ছে। বাজে বল ওরা করছে না। আপনি দেখবেন, তামিম যে ধরণের বলে বেশি স্ট্রোক খেলে সে ধরণের বলই ও পাচ্ছে না। ’

বাংলাদেশের সীমাবদ্ধতার কথা জানিয়ে পাপন বলেন, ‘আমরা বিশ্বকাপে ভালো খেলেছি। পাকিস্তান ও ভারতকে হারিয়েছি। তার মানে এই না, আমরা বিশ্বের সেরা দল হয়ে গেছি। সাউথ আফ্রিকা কিন্তু অনেক ভালো দল। কিছু কিছু জায়গায় ওরা পাকিস্তান, ভারতের চেয়েও এগিয়ে। ওরা অনেক প্রফেশনাল একটা দল। তারপরও কিন্ত প্রোটিয়ারা আমাদের বোলারদের ইচ্ছে মতো খেলতে পারেনি। সমীহ করেই খেলেছে। ব্যাটসম্যানরা ভালো করলে ম্যাচ জেতা সম্ভব। ’

আলোচনায় বসে ক্রিকেটারদের কিছু পরামর্শও দিয়েছেন পাপন, ‘আমি বলেছি তোমরা সাহস দেখিয়ে খেলবে। কয়েকজনের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ করেছি। সৌম্যকে বলেছি ইনিংস লম্বা করতে, আর মুশফিককে বলেছি আরো দায়িত্ব নিয়ে খেলতে। ’

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দলে একটি পরিবর্তনেরও আভাস দেন পাপন, দলের ১০ জন খেলোয়াড়ই ঠিক আছে। একটা জায়গায় সমস্যা হচ্ছে। কোচ চাইছেন এক রকম, অধিনায়ক চাচ্ছেন আরেক রকম।

শোনা যাচ্ছে, দ্বিতীয় ওয়ানডেতে দলে ঢুকতে পারেন রুবেল হোসেন। পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের অধীনে বিকেলে শের-ই-বাংলা স্টেডিয়ামে ফুল রান-আপে বোলিং অনুশীলন করেছেন রুবেল হোসেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।