ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ঘুরে দাঁড়ানোর দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
টাইগারদের ঘুরে দাঁড়ানোর দিন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: সর্বশেষ চারটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওই চারটি ম্যাচের আগে কী দুরন্ত-ই না ছিল টাইগাররা।

সফল বিশ্বকাপ মিশন, পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ আর ভারতের সঙ্গে সিরিজ জয়। গত চার ম্যাচে সেই দুরন্ত বাংলাদেশকে চেনা যাচ্ছে না।

ভারতের সঙ্গে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিতের পর প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেই যেন খেই হারিয়ে ফেলেছে টাইগাররা। তাদের সঙ্গে দু’টি টি-টোয়েন্টি আর প্রথম ওয়ানডে ম্যাচের পারফরম্যান্স বিচারে কেউই ভাবতে চাইছেন না, এ পারফরম্যান্স বিশ্বকাপ কাঁপিয়ে পাকিস্তান-ভারতকে নাস্তানাবুদ করে দেওয়া বাংলাদেশের লড়াকু ক্রিকেটারদের।

কারও যেন এমনটি ভাবার অবকাশ আর না থাকে, সেজন্য রোববার (১২ জুলাই) ঘুরে দাঁড়াতে হবে টাইগারদের। লড়তে হবে সফরকারীদের সঙ্গে সিরিজে সমতায় ফেরার জন্য। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের এ লড়াই হতে হবে টাইগারদের স্বরূপে ফেরার দিন।

‘দু’তিনটে সিরিজ জিতলেই বড় দল হয়ে যাওয়া যায় না’ বলে যারা উদীয়মান ক্রিকেটশক্তির সমালোচনা করছেন তাদেরও জবাব দেওয়ার খেলা হবে আজ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে দুপুর ৩টায় শুরু হবে। প্রথম ম্যাচে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।

এই ব্যবধান কমাতে দর্শকরা যেমন মুখর করে রাখবেন গ্যালারি, আশায় বুক বেঁধে রাখবেন ক্রিকেটপ্রেমীরা, তেমনি বদ্ধপরিকর টাইগার ক্রিকেটাররাও। এ প্রত্যয়ের বাণী শোনা গেল ম্যাচ পূর্ববর্তী জাতীয় দলের সংবাদ সম্মেলনেই। সংবাদ সম্মেলনে অলরাউন্ডার নাসির হোসেন জানিয়ে দেন, তাদের টার্গেট ৫০ ওভার ব্যাটিং করা। ৫০ ওভারের ম্যাচ মনে করেই শেষ পর্যন্ত খেলতে হবে। তবেই ম্যাচের ফলাফল পক্ষে আসতে পারে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ নিশ্চিত করতে এ ম্যাচে খেলতে চাইবে- এ বিষয়টিও মাথায় থাকছে টাইগার দলের।

প্রোটিয়ারা যে ছকই কষুক, টাইগারদের ছক একটাই- ‘জয়ে ফেরা, সিরিজে ফেরা, স্বরূপে ফেরা’। সেই ছক বাস্তবায়নে যোগ দিতে রোববার টাইগার একাদশে ফিরতে পারেন পেসার রুবেল হোসেন।

টাইগারদের সম্ভাব্য একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

প্রোটিয়াদের সম্ভাব্য একাদশ
হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারডিন, কাগিসো রাবাদা, ইমরান তাহির, কাইল অ্যাবোট ও ক্রিস মরিস।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।