ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘আমাদের সমর্থন টাইগারদের উৎসাহ যোগায়’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
‘আমাদের সমর্থন টাইগারদের উৎসাহ যোগায়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: টি-টোয়েন্টি সিরিজসহ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন হার বাংলাদেশের। আর তাতেই দর্শক খরায় ভুগছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম।

তবে দর্শকের ঘাটতি নেই মিরপুরের গ্রান্ড স্ট্যান্ডে। কিভাবেই থাকবে? বাঘের প্রতীক হয়ে ওঠা টাইগার সমর্থক মিলন যে আছেন ওখানেই!

সারা গাঁয়ে রং মেখে রয়েল বেঙ্গল টাইগার এর মতো গর্জন তুলে খেলোয়াড়দের অনুপ্রেরণা দেন মিলন। ছদ্ম নাম ‘টাইগার মিলন’। এবার আর একা নন; বন্ধু-বান্ধবসহ তার সরব উপস্থিতি। মিলনের বন্ধুরা বাংলাদেশের জার্সি গাঁয়ে মাথায় পরচুলা লাগিয়ে সমর্থন দিচ্ছেন টাইগারদের।
 
সমর্থন কতটুকু উৎসাহ যোগায় ক্রিকেটারদের-এমন প্রশ্নে মিলন বলেন, ‘এখানে আমরা যারা নিয়মিত বসি, তাদের উৎসাহ যোগানোর আলাদা ভাষা রয়েছে। আজ যখন নাসির বল করেছে তখন আমি চিৎকার দিয়ে বলেছি ‘নাসির’ বাকিরা বলেছে ‘উইকেট’। আবার রুবেল বল করার সময়ও একই রকম। বাংলাদেশের পতাকা নাড়াই, ক্রিকেটাররাও মাঝে মাঝে এগুলো খেয়াল করে। এমন উৎসাহ বৃথা যায় না। আমাদের সমর্থন টাইগারদের উৎসাহ যোগায়। ’
 
এ সময় কথা হয় টাইগার মিলনের বন্ধু তপন রায়ের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা উৎসাহ দিয়েই মজা পাই। বাংলাদেশ খারাপ করলে মনে হয়, হয়তো ঠিকঠাক উৎসাহ দিতে পারিনি। আর জিতলে নিজেদের সফল মনে হয়। ’
 
মিলনের মতো বাঘ সাজতে ইচ্ছা হয় কি না জানতে চাইলে তপন রায় বলেন,  বাঘের অবয়বটা ওরই থাকবে। আমরা এটাকে কখনোই কপি করবো না। ওর উৎসাহ দেখেই তো আমরা নিয়মিত মাঠে আসছি। সে যাতে বাঘ হয়েই থাকতে পারে তার জন্য আমরা তাকে সব-ধরণের সাহায্য করব। ’

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।