ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ড্র করাই হবে ‘বড় অর্জন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
ড্র করাই হবে ‘বড় অর্জন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হবে বলে বিশ্বাস করেন টাইগার বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস। তিনি বলেন, ড্র করাই হবে ‘বড় অর্জন’।



সম্প্রতি ইএসপিএনক্রিকইনফো’কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি বলেছেন ইমরুল।

আগামী ২১ জুলাই ‘লাকি ভেন্যু’ বন্দর নগরী চট্টগ্রামে টেস্ট ৠাকিংয়ের এক নম্বর দলের বিপক্ষে মাঠে নামবে দশ নম্বরে থাকা বাংলাদেশ।

সম্প্রতি অনুষ্ঠিত ওডিআই তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে গত ১৫ জুলাই প্রোটিয়াদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় করে টাইগাররা। সিরিজ জয়ের পর টাইগাররা এখন বেশ আত্মবিশ্বাসী।

চট্টগ্রামে দেওয়া ওই সাক্ষাৎকারে ইমরুল বলেন, আমি মনে করি, ব্যাটিং সহায়ক পিচ আমাদের জন্য ভালো হবে। প্রথমে ব্যাট করে আমরা যদি স্কোরবোর্ডে চারশ’ প্লাস রান সংগ্রহ করতে পারি তাহলে ম্যাচটি ড্রয়ের দিকে নেওয়া সম্ভব। আর ৠাকিংয়ের এক নম্বর দলের বিপক্ষে ড্র বড় অর্জন।  

সিরিজ জয়ের পর বাংলাদেশ দল দারুণ ছন্দে রয়েছে উল্লেখ করে ইমরুল বলেন, ঘরের মাটিতে গত চারটি সিরিজ আমরা জিতেছি। ওয়ানডের জয় টেস্টে রুপান্তরিত করতে পারলে সামনে আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে।

স্পিনারদের প্রশংসা করে তিনি বলেন, আমাদের স্পিনাররা ঘরের মাঠের সবগুলো ম্যাচে অনেক উইকেট নিয়েছেন। আসন্ন টেস্ট সিরিজে সাকিব ও তাইজুল অগ্রণী ভূমিকা পালন করবেন।

দক্ষিণ আফ্রিকা দলের পেস আক্রমণ সামাল দিতে পারবেন বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন ইমরুল।

তিনি বলেন, ব্যাটিং ওপেন করা একটি চ্যালেঞ্জিং বিষয়। ওপেনিংয়ে সাধারণত সেরা বোলারদের দিয়ে বল করানো হয়, যেন পিচ থেকে বোলাররা বাড়তি সুবিধাটুকু নিতে পারেন।   আর ওপেনাররা যদি ক্রিজে থাকতে পারেন তা পরবর্তী ব্যাটসম্যানদের জন্য বেশ স্বাচ্ছন্দ্যের হয়।

এখন পর্যন্ত ২২ টেস্ট খেলা ২৮ বছর বয়সী খুলনার মেহেরপুরের ছেলে ইমরুলের টেস্ট রান এক হাজার একশ’ ৯৬, গড় ২৭.৮১। তিনটি শতক ও তিনটি অর্ধশতক হাঁকানো ইমরুলের সর্বোচ্চ স্কোর ১৫০।

২০০৮ সালে বেলফন্টেইনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হয় ইমরুলের।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।