ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘রানমেশিন’ এর রানে ফেরার সুযোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
‘রানমেশিন’ এর রানে ফেরার সুযোগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে সর্বশেষ নয়টি ইনিংসে হাসেনি মুশফিকের ব্যাট। কোনো কেনো ম্যাচে সেট হয়েও ভুল শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন।

কোনো ম্যাচে আবার কিছু বুঝে ওঠার আগেই ফিরেছেন সাজঘরে। সর্বশেষ নয়টি ইনিংসে নেই কোনো অর্ধশতক!

এর মধ্যে সর্বোচ্চ ইনিংস ৩১ রানের। মুশফিকের ইনিংসগুলো দেখলে হতাশই হবেন টাইগার সমর্থকরা- ২৪, ১৯, ১৭, ২৪, ৩১, ১৪, ২, ১২, ০। মুশফিক ভক্তরা তার এমন পারফরম্যান্সে হতাশ হতেই পারেন।

‘রানমেশিন’ খ্যাত মুশফিক আবার রানে ফিরবেন-এমনটাই প্রত্যাশা করছেন তারা। মুশফিক যে পজিশনে ব্যাট করেন সে জায়গা থেকে বড় স্কোর সবসময়ই দলের জন্য খুবই গুরুত্বপূর্ন হয়ে ওঠে। মুশফিকও সেটা জানেন। তাইতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে লড়ে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির কিছুক্ষণ পর বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ১৬ রানে অপরাজিত থাকেন মুশফিক। এরই মধ্যে ৪৪টি বল মোকাবেলা করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। চট্টগ্রাম টেস্টের প্রথম ছক্কাটিও আসে মুশফিকের ব্যাট থেকে। ইনিংসের ৬৪তম ওভারে করা সিমন হারমারের অফস্পিনের ঘূর্নির মুখে লং-অন দিয়ে উঠিয়ে মেরে ছক্কা হাঁকান মুশফিক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিড আসতে পারে মুশফিকের হাত ধরেই। মুশফিক-মাহমুদউল্লাহর ৩৪ রানে চতুর্থ উইকেট জুটি ভাঙার পর মুশফিকের সঙ্গী হয়েছেন সাকিব আল হাসান। এই জুটির উপর অনেকটা নির্ভর করছে প্রথম ইনিংসে প্রোটিয়াদের বিপক্ষে বড় লিড নেওয়া।

এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার চেয়ে প্রথম ইনিংসে ৬৯ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে রয়েছে ৬ উইকেট।

মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেনের দাপুটে বোলিংয়ে ২৪৮ রান করে টেস্টের প্রথম দিনেই অলআউট হয় প্রোটিয়ারা। জবাবে এখন পর্যন্ত চার উইকেট হারিয়ে ১৭৯ রান তুলেছে স্বাগতিকরা।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।