ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বল হাতে একমাত্র সেঞ্চুরিয়ান হারমার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
বল হাতে একমাত্র সেঞ্চুরিয়ান হারমার

ঢাকা: চট্টগ্রামে চলমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি হাঁকাতে না পারলেও প্রোটিয়া বোলার সিমন হারমার রান খরচে সেঞ্চুরি হাঁকিয়েছেন।

যদিও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পিচে রান তুলতে বেশ গলদঘর্ম হতে হয়েছে উভয় দলের ব্যাটসম্যানদের।



ম্যাচে দু’দলের সব বোলারই রান খরচে বেশ স্বল্পব্যয়ী হলেও রান খরচে বেশ উদার হতে দেখা গেছে প্রোটিয়া অফব্রেক বোলার হারমারকে। তার এক ওভারে বাংলাদেশের তলার ব্যাটসম্যান মোহাম্মদ শহীদ তিনটি চার ও একটি ছক্কা হাঁকিযে ১৮ রান তুলে নেন।

এখন পর্যন্ত সিমন হারমার ৩১ ওভার বল করে ১০৩ রান খরচে তুলে নিয়েছেন মুমিনুল ও সাকিবের উইকেট।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।