ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তরুণদের নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
তরুণদের নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অভিষেক টেস্টে ৪ উইকেট নিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অন্যদিকে উইকেট না পেলেও খুব ভালো বোলিং করেছেন পেসার শহীদ।

উইকেট পেয়েছেন তরুণ স্পিনার জুবায়ের হোসেন। বোলারদের মতো ব্যাটিংয়েও তরুণদের জয় জয়কার। লিটন দাসের অর্ধশতক হৃদয় ছুঁয়েছে টাইগার প্রেমীদের।

তাই তরুণদের নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশংসা করতে ভুলেন নি ওই তরুণদের । ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যাশাও করেছেন তিনি।

মুশফিক বলেন, ‘বাংলাদেশ খুব লাকি। কারণ তাদের এখন অনেক ম্যাচ উইনিং বোলার আছে।   মুস্তাফিজ, জুবায়ের ও শহীদ ভালো করছে।   আশা করছি তারা এ ফর্মটা ধরে রাখবে। কারণ এটি খুব জরুরী। আমাদের উইকেটগুলো স্পিনার সহায়ক হয়ে থাকে। সেক্ষেত্রে পেসারদের উইকেট নেওয়া অনেক গুরুত্বপূর্ণ। পেসাররা যদি দ্রুত উইকেট তুলে নিতে পারে তবে বোলার ইউনিটের জন্য তা খুব হেলফফুল হয়ে যায়। অধিনায়ক হিসেবে আমি চাই পেসাররা ভালো করুক। ’

তিনি বলেন, শহীদ খুব ভালো বল করেছে। প্রথম ইনিংসে তার ভালো কয়েকটি স্পেল আছে যা অনেক ভালো বোলারের নেই। আমাদের পরিকল্পনাটি সে ভালোভাবে প্রয়োগ করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিসয় সে উইকেট পায়নি। ইনশাল্লাহ আগামীতে সে ভালো কিছু করবে। ’ 

তরুণ ব্যাটসম্যানদের প্রশংসা করে মুশফিক আরো বলেন, জুনিয়র ব্যাটসম্যানদের পারফরমেন্স দলের জন্য অনেক হেলফফুল। কারণ তাদের স্কোরগুলো দলকে অনেক এগিয়ে নিয়ে যায়।   তবে আশা থাকবে তারা যেন আরো দীর্ঘক্ষণ মাঠে থেকে দলীয় স্কোর বৃদ্ধি করতে কাজ করে। লিটন প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করেছে। শহীদও চমৎকার কিছু শর্ট খেলেছ।

বর্তমান একাদশকে সেরা একাদশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘বড় বড় দলগুলো সাতজন ব্যাটসম্যান ও পাঁচজন বোলার নিয়ে টেস্ট খেলে থাকে।   আমরাও এবার চেষ্টা করেছি।   বোলার ও ব্যাটসম্যানরা অনেক ভালো করেছে। এ উইকেটের জন্য এ একাদশটি উত্তম ছিল। তবে উইকেট ভেদে সেটি পরিবর্তনও হতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ২৫,২০১৫
বিপি/টিসি/‌এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।