ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ঢাকা টেস্টে রানে ফিরতে চান মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
ঢাকা টেস্টে রানে ফিরতে চান মুশফিক ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টিতে শেষ ম্যাচগুলোতে ভালো রান করতে পারেন নি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।   এ নিয়ে নিজেও কিছুটা হতাশ।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের মাধ্যমে রানে ফিরতে চান তিনি।

শনিবার (২৫ জুলাই) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে রানে ফেরার এ প্রত্যয় ব্যক্ত করেন টাইগার অধিনায়ক।

মুশফিক বলেন, ‘শুধু টেস্ট ম্যাচে না তিন ফরম্যাটেই গত ম্যাচগুলোতে আমি ভালো কিছু করতে পারিনি। এ কারণে আমি কিছুটা হতাশ।   আমি ভালো খেলছি তবে ইনিংস বড় হচ্ছে না। এটা আমারও চিন্তায় আছে। ’

তিনি বলেন, ‘আশা করছি আগামী দুইটি ইনিংসের মধ্যে একটি ইনিংসেও যদি আমি ভালো করতে পারি তবে কামব্যাক করতে পারব। আর অধিনায়ক ও সিনিয়র খেলোয়ার হিসেবে দল আমার কাছ থেকে এটুকু চায়। আমিও তা দিতে চেষ্টা করব। এখন ব্যাটসম্যান হিসেবে খেলছি। এটি এখন আরো বেশি জরুরী। ’

তরুণ খেলোয়াড়দের বিষয়ে মুশফিক বলেন, তরুণরাই আত্মবিশ্বাসী। তাদের কারণে বাংলাদেশ দলে অনেক পরিবর্তন এসেছে।   তরুণ খেলোয়াড়রা অনেক বেশি সহযোগিতা করছে। এটি খুব পজেটিভ সাইন। তরুণরা রান করছে , উইকেট নিচ্ছে।   এটি খুব ভালো একটি দিক। এর সঙ্গে সিনিয়র খেলোয়াড়রা যদি ভালো কিছু করে তবে দলের পারফরমেন্স অনেক বৃদ্ধি পাবে। আত্মবিশ্বাস তো থাকবেই।   সমন্বয়টা যেন থাকে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২৫,২০১৫
বিপি/টিসি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।