ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘দশ হাজারি’ ক্লাবে দিলশান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
‘দশ হাজারি’ ক্লাবে দিলশান ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান তিলকারত্নে দিলশান। রোববার (২৬ জুলাই) পাকিস্তানের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।



এ ম্যাচের আগে মাইলফলক থেকে ৫৫ রান দূরে ছিলেন দিলশান।   হাম্বানটোটার মাহিন্দা রাজাপাকসে স্টেডিয়ামে ৬৩ রান করে রান আউটের শিকার হন এ ওপেনার। সনাথ জয়সুরিয়া ও কুমার সাঙ্গাকারার পর তৃতীয় লংকান ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখালেন এ ডানহাতি অভিজ্ঞ ব্যাটসম্যান।   

১৯৯৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় দিলশানের। এখন পর্যন্ত ১৬ বছরের ক্যারিয়ারে তিনি ৩১৯ ম্যাচে ৩৯.৭১ গড়ে ১০ হাজার আট রান করেছেন। যার মধ্যে ৪৫টি ‍অর্ধশতক ও ২২টি শতক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।