ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লম্বা সফরে ভারত যাচ্ছে প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
লম্বা সফরে ভারত যাচ্ছে প্রোটিয়ারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সফরের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারত যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে বাংলাদেশ সফরে থাকা দলটি ২৯ সেপ্টেম্বর ভারতে উড়াল দেবে।

০৭ ডিসেম্বর সফর শেষ হবে প্রোটিয়াদের।

৭২ দিনের সফরে দ. আফ্রিকা তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে আর চারটি টেস্ট ম্যাচ খেলবে। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করবে প্রোটিয়ারা।

ভারত সফর প্রসঙ্গে দ. আফ্রিকা ক্রিকেট বোর্ডের সিইও হারুন লরগাত বলেন, আমরা অনেক লম্বা সফরে ভারতে যাচ্ছি। আর এই প্রথম টিম ইন্ডিয়ার বিপক্ষে আমাদের চার ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এছাড়া প্রথমবারের মতো ভারতের মাটিতে আমরা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামতে যাচ্ছি।

ধর্মশালায় ০২ অক্টোবর দুই দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচ টি-টোয়েন্টির দ্বিতীয়টি হবে ০৫ অক্টোবর, কটাকে। আর তৃতীয় ও শেষ ম্যাচে কলকাতায় ০৮ অক্টোবর মাঠে নামবে টিম ইন্ডিয়া-প্রোটিয়ারা।

এরপর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে লড়বে সফরকারীরা। স্বাগতিক ভারতের বিপক্ষে কানপুরে ১১ অক্টোবর প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে প্রোটিয়ারা। দিবারাত্রীর দ্বিতীয় ম্যাচ হবে ১৪ অক্টোবর, ইনডোরে। রাজকোটে দিবারাত্রীর তৃতীয় ওয়ানডে হবে ১৮ অক্টোবর। ২২ ও ২৫ অক্টোবর চতুর্থ ও পঞ্চম ওয়ানডেতে অতিথিরা যথাক্রমে চেন্নাই ও মুম্বাইয়ের মাঠে নামবে। শেষ চারটি ওয়ানডে ম্যাচ হবে দিবারাত্রীর।

এরপর চার ম্যাচ টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুই দল। নভেম্বরের ০৫ তারিখ প্রথম টেস্টে মাঠে নামবে প্রোটিয়ারা। মোহালিতে প্রথম টেস্ট খেলে ১৪ নভেম্বর ব্যাঙ্গালোরে দ্বিতীয় টেস্ট খেলবে সফরকারী দ. আফ্রিকা। নাগপুরের তৃতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর থেকে। আর ০৩ ডিসেম্বর সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে দুই দলের দেখা হবে দিল্লিতে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২৭ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।