ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চ্যারিটি ম্যাচের আমন্ত্রণ পেলেন রাজ্জাক-গাজী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
চ্যারিটি ম্যাচের আমন্ত্রণ পেলেন রাজ্জাক-গাজী ছবি: সংগৃহীত

ঢাকা: দফায় দফায় ভূমিকম্পে বিধ্বস্ত হয় হিমালয়কন্যা নেপাল। ভারতীয় সিসমিক প্লেটের সঙ্গে ইউরেশীয় প্লেটের ধাক্কায় সৃষ্ট এই প্রবল ভূ-কম্পনে খোদ রাজধানী কাঠমান্ডুই সরে যায় দশ ফুট।

২৫ এপ্রিল থেকে আঘাত হানা ভূমিকম্প দফায় দফায় হানা দেয় নেপালে। নিহত হয় প্রায় ৯ হাজার মানুষ।   

নেপালে ক্ষতিগ্রস্থদের সাহায্য করতে মালয়েশিয়ান ক্রিকেট বোর্ড গত মে মাসে একটি চ্যারিটি ক্রিকেট ম্যাচ আয়োজন করার ঘোষণা দেয়। অবশেষে দিনক্ষণ নির্ধারণ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী ৯ আগস্ট মালয়েশিয়ার কিনরারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে চ্যারিটি ম্যাচটি।

নেপাল জাতীয় দল ও বিশ্ব একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে সীমিত ওভারের ম্যাচটি। এ ম্যাচে বাংলাদেশ থেকে খেলার আমন্ত্রণ পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা দুই ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী। সনাথ জয়সুরিয়া, রোশান মাহানামার মতো সাবেক ক্রিকেটাররাও অংশ নেবেন বিশ্ব একাদশের হয়ে। এ ম্যাচ থেকে আয় করা অর্থ জমা হবে নেপালের প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।