ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আত্মহত্যা করতে চেয়েছিলেন শ্রীশান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৫
আত্মহত্যা করতে চেয়েছিলেন শ্রীশান্ত ছবি: সংগৃহীত

ঢাকা: টিম ইন্ডিয়ার একসময়ের প্রতিভাবান পেসার শান্তকুমারন শ্রীশান্ত তিহার জেলে থাকাকালীন আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন। সম্প্রতি স্পট-ফিক্সিং কেলেঙ্কারি থেকে মুক্তি পাওয়া ভারতীয় এ পেসার এমনটিই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।



২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরে স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে তিহার জেলে ঠাঁই হয় শ্রীশান্তের। সে সময় হতাশা থেকে বাঁচতে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। তবে, স্পট-ফিক্সিং কেলেঙ্কারি থেকে মুক্তি পাওয়ায় সে পথ থেকে সরে এসেছেন বলে দাবী করেন ভারতীয় এ পেসার।

ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, জেলে থাকার সময়ে প্রথম দিকে আমি আত্মহত্যা করতে চাইতাম। কিন্তু নিজের পরিবার আর আমার আইনজীবীর উপর বিশ্বাস ছিল বলে আমি আত্মহত্যা করিনি। আমার পরিবার আমাকে অনেক সাহস যুগিয়েছিল।

এ সময় তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আবারো ক্রিকেটে ফিরে আসতে চাই। বিসিসিআই আমার অনুরোধ বিবেচনা করবে বলে বিশ্বাস করি। আমি বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুরের কাছে ভারতীয় দলে ফিরে আসার জন্য আবেদন করব। আশা করি তিনি অবশ্যই আমাকে সুযোগ করে দেবেন। আমার প্রসঙ্গে বিসিসিআই পরের সভায় সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমি আশাবাদী।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৯ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।