ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের উচিৎ সময় নষ্ট না করা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১, ২০১৫
পাকিস্তানের উচিৎ সময় নষ্ট না করা ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি’র সাবেক চেয়ারম্যান ইজাজ বাট চটেছেন দেশটির ক্রিকেট কর্তাদের উপর। শুধু পিসিবি’র উপরই নয়, পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার ক্ষেপেছেন ভারতের ক্রিকেট বোর্ডের উপরও।

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে জলঘোলা করার প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন ইজাজ বাট।

সম্প্রতি ভারত অ্যাওয়ে সিরিজে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে রাজী হয়। সে সিরিজটি ভারত কিংবা পাকিস্তানে না হয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, ২৭ জুলাই পাঞ্জাবের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় টনক নড়ে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআইয়ের। পাঞ্জাবের সন্ত্রাসী হামলার এ ঘটনার পর ভারত চাইছে, কোনো রকম ঝুঁকি না নিতে। তাই আবারো প্রতিবেশী দেশ দু’টির মধ্যকার সিরিজ নিয়ে আশঙ্কা থেকে যায়।

তবে, এরপরও পাকিস্তান ক্রিকেট বোর্ড অনুরোধ করে বিসিসিআইকে। বিসিসিআইয়ের সচিব অনুরাগ ঠাকুর পিসিবি’কে জানিয়ে দেন, নিরাপত্তা ব্যবস্থার অবনতির কারণে দুই দেশের মধ্যকার কোনো সিরিজে ভারত আপাতত অংশ নেবে না। সন্ত্রাসী হামলার ঘটনাটি দুই দেশের সীমান্ত ও রাজনৈতিক ইস্যুতে থাকায় ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে আমরা এগুতে চাচ্ছি না। সরকারীভাবে তাদের অনুমতিও দেওয়া হবেনা।

ইজাজ বাট এ প্রসঙ্গে ভারতের সমালোচনা করে বলেন, তাদের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চায় না পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে। সত্যি বলতে এরকম কোনো সিরিজই হবে না। এ নিয়ে শুধুশুধু সময় নষ্ট করা হচ্ছে। বিসিসিআই ভারত সরকারের অনুমতির অজুহাত দেখিয়ে নিজেদের পাশ কাটিয়ে রাখতে চায়।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে থাকা বাট আরও যোগ করে বলেন, ভারত পাকিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চেয়েছিল। আসলে সত্যি বলতে তারা কোনো ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজী ছিলনা। আমি যখন বোর্ডের চেয়ারম্যান ছিলাম, অনেকবার তাদের অনুরোধ করেছি দ্বিপাক্ষিক কোনো সিরিজ আয়োজনের। তারা নিজেদের আয়ের দিক বিবেচনা করে আর আমাদের হোম সিরিজের কথা মাথায় রেখে সে অনুরোধে সাড়া দেয়নি। আমার প্রস্তাব তারা প্রত্যাখান করেছিল।

ভারত ক্রিকেটে বোর্ডের সমালোচনা করে বাট বলেন, আমরা দুই দেশের ক্রিকেট বোর্ড বহুবার নিজেদের বন্ধুত্ব ধরে রাখতে কথা বলেছি। এখনও আমরা কথা বলি দুই দেশের বন্ধুত্ব টিকিয়ে রাখতে। তবে, আসলে তারাই চায় না আমাদের সঙ্গে ভাল সম্পর্ক ধরে রাখতে। অনেক উপায় বের করে তারা আমাদের সবসময় বিচলিত করে, কষ্ট দেয়। আমি পরিস্কার করে বলতে চাই, পাকিস্তানের উচিৎ হবে ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে আর কোনো সময় নষ্ট না করা।

উল্লেখ্য, ভারত আর পাকিস্তান সর্বশেষ ২০০৭ সালে টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল। এছাড়া ওয়ানডেতে এশিয়া কাপের আসরে এবং ২০১৫’র বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দল দু’টি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ০১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।