ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লোলিত মোদির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
লোলিত মোদির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাবেক চেয়ারম্যান লোলিত মোদির বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ভারতের বিশেষ আদালত। মানি লন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগে প্রয়োগ অধিদপ্তরের (ইডি) অনুসন্ধানে মামলায় জড়ান মোদি।



গত মাসে ইডি বিশেষ আদালতে গিয়ে ভারতের এ ব্যবসায়ী ও ক্রিকেট সংগঠকের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। যদিও মোদির আইনজীবি এখনও এ ব্যাপারে কোন মন্তব্য করেন নি।

মোদি ২০১০ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন। ইডি এর আগে গত মাসে মোদিকে তলব করলেও তার পক্ষ থেকে কোন উত্তর আসেনি। আর ২০১২ সালে আইপিএলের প্রচার স্বত্ত নিয়ে আরো একটি মামলায় মোদির ওপর অভিযোগ উঠেছিল।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগষ্ট ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।