ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানে নিরাপত্তা দল পাঠাবে বিসিবি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
পাকিস্তানে নিরাপত্তা দল পাঠাবে বিসিবি

ঢাকা: বাংলাদেশ নারী দলের প্রস্তাবিত সফরের অংশ হিসেবে আগামী সপ্তাহে পাকিস্তানে একটি নিরাপত্তা দল পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। গত বছর পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বাংলাদেশ সফর করলে এ সফরের ব্যাপারে আলোচনা হয়।



বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানে দুই সদস্যের একটি প্রতিনিধি দল যাবে।

নিজামউদ্দিন বলেন, ‘আমাদের নিরাপত্তা দল পাকিস্তানে যাবে। এ ব্যাপারটি আমরা সেখানে জানিয়েছি, সুতরাং এটি এখন প্রক্রিয়াধীন। আর এক বা দুই দিনের মধ্যে ব্যাপারটি নিশ্চিত করে বলা যাবে। সফরটি অক্টোবরে হতে পারে। ’

গত সপ্তাহে বিসিবি’র প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘তারা আমাদের একটি প্রস্তাব দিয়েছে। আমরা এ ব্যাপারে চিন্তা করছি। তবে এটি চূড়ান্ত হতে সময়ের প্রয়োজন। আর সবকিছু ঠিক থাকলে ও নারী দল যদি যেতে চায়...। ’

এর আগে বাংলাদেশ পুরুষ দলের পাকিস্তান সফরের ব্যাপারে ২০১২ সালের মার্চে বিসিবি থেকে একটি প্রতিনিধি দল পাকিস্তান গিয়েছিল। তবে সেবার সফরটি বাতিল করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগষ্ট ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।