ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শিশুদের খেলনা দেবেন মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৫
শিশুদের খেলনা দেবেন মুশফিক

সম্প্রতি ‘টয়েস আর ইয়োরস’ ইভেন্টের সঙ্গে একত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এর প্রচারণাতেও অংশ নেন তারা।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৬ আগস্ট) সংগৃহীত খেলনাগুলো শিশুদের মাঝে বিতরণ করবেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।

এদিন সকালে ঢাকা শিশু হাসপাতালে শিশুদের সঙ্গে সময় কাঁটানোর পাশাপাশি তাদের একটি করে খেলনা হাতে তুলে দেবেন তিনি।

এই ইভেন্টটির আয়োজন করেছে সাবেক-ক্যাডেট ফোরাম। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে হাসি ফোঁটাতে ব্যাতিক্রমী এ ইভেন্টের আয়োজন করেছে তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে সারাদেশ থেকে খেলনা সংগ্রহ করেছে ফোরামটি। সেই সঙ্গে এসব খেলনা শিশুদের কাছে পৌঁছেও দেওয়া হচ্ছে।  

এর আগে ঢাকার তিনটি স্কুলে শিশুদের মাঝে খেলনা বিতরণ করেন ফোরামের সদস্যরা।

মিরপুরের ফ্রি স্কুল, আদাবরে মহিলাদের ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এইচডিডব্লিউসি) ও বিজয় সরণির দেয়াল কোঠায় গিয়ে খেলনা পৌঁছে দেন সাবেক ক্যাডেটরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগেও এর আগে খেলনা বিতরণ করেছেন তারা।

এছাড়া ঢাকার বাইরের কয়েকটি জেলাতেও সুবিধাবঞ্চিত শিশুদের খেলনা উপহার দিয়েছেন সাবেক ক্যাডেটরা।

ক্যাডেট কলেজ থেকে পাস করা শিক্ষার্থীরাই এ ইভেন্টের সঙ্গে জড়িত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে একে অপরের সঙ্গে থাকেন ফোরামের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগষ্ট ০৫, ২০১৫, আপডেট: ২২৩৬ ঘণ্টা
এসকে/এমএমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।