ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছিটকে পড়ার কারণটাই জানা নেই ফাওয়াদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
ছিটকে পড়ার কারণটাই জানা নেই ফাওয়াদের ছবি: সংগৃহীত

ঢাকা: বারবার দল থেকে ছিটকে পড়ার কোনো কারণ খুঁজে পান না বলে জানিয়েছেন ২০০৭ সালে পাকিস্তানের জার্সি গায়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া বামহাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম। পাকিস্তান জাতীয় দল থেকে বরাবরই উপেক্ষিত ফাওয়াদ বলেন, আমি এমন ঘটনায় সত্যিই অবাক হই।



২০০৭ সালে ওয়ানডে আর টি-টোয়েন্টিতে অভিষেকের দুই বছর পর ফাওয়াদ দেশের হয়ে সাদা জার্সি গায়ে মাঠে নামার সুযোগ পান। তবে, এরপর থেকে মাত্র তিনটি টেস্টেই জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। ৬ ইনিংসে ৪১.৬৬ গড়ে তার ব্যাট থেকে এসেছে আড়াইশ রান। যেখনে ১৬৮ রানের একটি অনবদ্য ইনিংস ছিল।

ওয়ানডেতে ৩৮ ম্যাচ খেলা ফাওয়াদ আলমের ব্যাটিং গড় ৪০.২৫। এই ফরমেটে তার ছয়টি অর্ধশতকের সঙ্গে রয়েছে একটি অপরাজিত শতক (১১৪ রান)।

কিন্তু এরপরও জাতীয় দল থেকে বারবারই বাইরে রাখা হয় ২৯ বছর বয়সী ফাওয়াদকে। তাকে বাইরে রেখে দল ঘোষণা করা হয়েছিল ২০১৫’র বিশ্বকাপে।

এ প্রসঙ্গে ফাওয়াদ বলেন, আমি খুবই আশাবাদী ছিলাম ২০১৫’র বিশ্বকাপে দেশের জার্সি গায়ে খেলার জন্য। কিন্তু শেষ সময়ে আমাকে দলের বাইরে রাখা হয়েছিল। এটা আমার জন্য বিস্ময়কর এক অভিজ্ঞতা। তবে, একজন ক্রিকেটার হিসেবে স্বীকার করছি, এটা আমার হাতে নয়। আরেকবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ স্কোয়াডে থাকার জন্য আমি চেষ্টা করে যাব।

বিশ্বমঞ্চে নিজের দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করাকে স্বপ্ন জানিয়ে ফাওয়াদ বলেন, পাকিস্তানের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গৌরবের। তবে, আমি সত্যিই ভীত, কারণ কেনো বারবার দল থেকে ছিটকে পড়ছি সেটা জানিনা। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটো ম্যাচ বাদ দিলে আমার স্কোর ছিল ৩৮, ৩০, ৬২, অপরাজিত ১১৪ এবং ৭৪ রান। কিন্তু তারপরও আমাকে জাতীয় দলের বাইরে রাখা হচ্ছে। এর আসল কারণটা আমার কাছে পরিস্কার নয়।

তবে, সব বিতর্ক ছাপিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয়ী ফাওয়াদ। ভবিষ্যৎ নিয়ে না ভেবে নিজের সেরা পারফর্ম ধরে রাখতে চান তিনি। পাকিস্তানের জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যেতে চান করাচির বামহাতি এ ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।