ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাকা খরচ করে আইপিএল খেলতে চান অ্যাডি লি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
টাকা খরচ করে আইপিএল খেলতে চান অ্যাডি লি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: গাটের টাকা খরচ করে হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ইচ্ছে প্রকাশ করেছেন বাংলাদেশ সফর থেকে ফেরত যাওয়া দক্ষিণ আফ্রিকার স্পিনার অ্যাডি লি। বর্তমানে তিনি বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে প্রোটিয়াদের ‘এ’ দলের হয়ে খেলছেন।



আইপিএলে খেলে উপমহাদেশের উইকেট, কন্ডিশন নিয়ে বেশ ভালো ধারণা রয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের। সেটি বোঝা গিয়েছিল টাইগারদের বিপক্ষে সিরিজে। আইপিএলের প্রসঙ্গ টেনে প্রোটিয়া ক্রিকেটাররা বিভিন্ন সময় জানিয়েছিলেন, আইপিএল তাদের বাংলাদেশ সফরে কাজে দেবে।

সে সফরে দলের সঙ্গে অ্যাডি লি এসেছিলেন। সফরের পর ভারতে গিয়ে ‘এ’ দলের হয়ে খেলতে থাকা এ স্পিনার বলেন, আমি আইপিএল খেলার জন্য মুখিয়ে রয়েছি। যদি প্রয়োজন হয় উল্টো এর জন্য অর্থ খরচ করতে রাজী আছি। আমি কখনো আইপিএল খেলিনি। এ টুর্নামেন্টের জন্য কখনো নির্বাচিতও হইনি। আইপিএলের বহু ম্যাচ দেখেছি, কিন্তু খেলা হয়নি।

অ্যাডি লি আরও বলেন, আমি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছি। সেখানে বেশ ভাল পারফর্ম করেছি। সেখানেও আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা ছিলেন। আমার কাছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের থেকে খুব বেশি আলাদা মনে হয়নি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগকে।

প্রোটিয়াদের জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফরে এসে একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন লি। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের বিপক্ষে তিন ওভার বল করে ১৬ রান খরচায় তুলে নিয়েছিলেন তিনটি উইকেট। ওয়ানডে কিংবা টেস্টে প্রোটিয়াদের হয়ে এখনও অভিষেক ঘটেনি এ লেগস্পিনারের।

২৮ বছর বয়সী লি বলেন, আইপিএল স্পিনারদের জন্য বেশ ভাল জায়গা। যদি আমি অর্থ খরচ করে হলেও এখানে খেলতে পারি, তাহলে খুশি হব। আপাতত আইপিএল নিয়ে ভাবছি না। নিজের পারফর্মের দিকেই বেশি নজর দিচ্ছি। তবে, আইপিএলে খেলার জন্য আমার আগ্রহের কমতি নেই।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।