ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিষ্টি খাইয়ে, বাজি ফুটিয়ে এলাকার ছেলেকে বরণ

শেখ তানজির আহমেদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
মিষ্টি খাইয়ে, বাজি ফুটিয়ে এলাকার ছেলেকে বরণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: বিশ্বক্রিকেটে এখন কাটার রাজা। দেশবাসীর কাছে উজ্জ্বল নক্ষত্র।

সাতক্ষীরাবাসীর কাছে এলাকার ছেলে। আর কালীগঞ্জের মানুষের ঘরের ছেলে মুস্তাফিজুর রহমান।

অভিষেকেই ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দেওয়া মুস্তাফিজকে বরণ করতে তাই আয়োজনের শেষ নেই এলাকাবাসীর।

যশোর বিমানবন্দর থেকে সাতক্ষীরার কালীঞ্জের তেতুলিয়া। প্রায় ৭০ কিলোমিটার রাস্তাজুড়েই ছিলো বিশাল গাড়ি বহর। যশোরে বরণ শেষে সাতক্ষীরা সার্কিট হাউজে অভ্যর্থনা। এরপর বাড়ির পথ। যেতে হবে প্রায় ৪০ কিলোমিটারের মতো রাস্তা।

কিন্তু পথিমধ্যে যে এতো আয়োজন ছিলো তা নিজেও হয়তো জানতেন না ক্রিকেটের নতুন এ বিস্ময়।

রাস্তাজুড়ে বিভিন্নভাবে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তার বহর পারুলিয়া পৌঁছালে থামিয়ে মিষ্টি খাওয়ানো হয়। ফোটানো হয় একের পর এক আতশবাজি। পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। তাদের প্রিয় ক্রিকেটারকে এক পলক দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। এ আয়োজন ছিলো পারুলিয়া কেন্দ্রীয় যুব সংঘের।

সেখান থেকে নলতা এসে আহছানিয়া স্কুলমাঠে নিতে হয় আরেক সংবর্ধনা। এভাবে নিজের প্রিয় গ্রামে পৌঁছানো ক্রমে বিলম্বিত হচ্ছে। তবে বিরক্ত নন, বরং ভালোবাসায় সিক্ত মুস্তাফিজ।
 
নলতা থেকে হাদিপুরে পৌঁছালে তৈরি হয় অন্য পরিবেশ। স্কুলের শিক্ষার্থীরা রাস্তার দুধারে দাঁড়িয়ে ফুল ছিঁটিয়ে শুভেচ্ছা জানায় তাকে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৫
এএ

** সাতক্ষীরায় আতিথেয়তা শেষে নলতায় মুস্তাফিজ
** যশোরেও ‘লাজুক’ মুস্তাফিজ
** বিশাল বহর নিয়ে বাড়ির পথে কাটার রাজা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।