ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

স্মিথের নেতৃত্বে টাইগারদের বিপক্ষে অজিরা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
স্মিথের নেতৃত্বে টাইগারদের বিপক্ষে অজিরা!

ঢাকা: চলতি অ্যাশেজ সিরিজ শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মাইকেল ক্লার্ক। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট মিশনে বাংলাদেশ সফরে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে স্টিভেন স্মিথকে।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায়, অজিদের নতুন অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে স্মিথ। ক্লার্কের অনুপস্থিতে এর আগেও দলের অধিনায়ক হিসাবে নেতৃত্ব দিতে দেখা গেছে স্মিথকে।

গত বছরের শেষ দিকে ভারত সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। সেবার ক্লার্কের চোটে নেতৃত্বে অভিষেক হয় স্মিথের। অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে তিন টেস্টের তিনটিতেই শতক হাঁকিয়েছিলেন স্মিথ। যেখানে অধিনায়ক হিসেবে তিন টেস্টে তার রান ছিল ৯২.৫০ গড়ে ৫৫৫।

অ্যাশেজের পঞ্চম এবং শেষ টেস্ট দিয়েই শেষ হচ্ছে ক্লার্কের ১১ বছরের ক্রিকেট ক্যারিয়ার। টেস্ট ক্যারিয়ার লম্বা করতে গত বিশ্বকাপের শিরোপা হাতে নেওয়ার পর ক্লার্ক ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু অ্যাশেজ হেরে বাস্তবতা বুঝে নিজে থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রেন্টব্রিজ টেস্ট শেষে স্কাই স্পোর্টসকে ক্লার্ক জানান, সরে দাঁড়ানোর এটিই সঠিক সময়।

২০ আগস্ট ওভালে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ক্লার্ক। আর তার এ সিদ্ধান্তে দলে বড় ধরণের পরিবর্তন আসতে পারে। ফলে, বাংলাদেশ সিরিজে দলের নেতৃত্বে দেখা যেতে পারে স্মিথকে।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২৮ সেপ্টেম্বর ঢাকা আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সবকিছু ঠিক থাকলে, স্টিভেন স্মিথের নেতৃত্বেই বাংলাদেশ সফরে আসতে পারে অজিরা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ০৯ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।