ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমিনুল-রাজ্জাক-গাজীদের সংগ্রহ ১৩৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
আমিনুল-রাজ্জাক-গাজীদের সংগ্রহ ১৩৫

ঢাকা: নেপালের ভূমিকম্প ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় আয়োজিত চ্যারিটি ম্যাচে নেপাল জাতীয় দলের মুখোমুখি হয়েছে বিশ্ব একাদশ। মালোয়শিয়ার কিনারার ওভালে শ্রীলঙ্কান কিংবদন্তি সনথ জয়সুরিয়ার নেতৃত্বে বিশ্ব একাদশ আগে ব্যাটিং করে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে।



টি-টোয়েন্টি ফরম্যাটের এ ম্যাচে টসে জেতা বিশ্ব একাদশের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেছেন অস্ট্রেলিয়ার তরুণ মার্কাস স্টোইনিস। এ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলছেন তিনজন ক্রিকেটার। তারা হলেন সাবেক টাইগার অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বর্তমান ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও সোহাগ গাজী। রাজ্জাক দুটি ছক্কায় ১৬ রান করে অপরাজিত ছিলেন।

ছয় নম্বরে নেমে বুলবুল ২ রান করেন। আর গাজী ৩ রান করেন। ব্যাটিং উদ্বোধনে এসে জয়সুরিয়ার ব্যাট থেকে আসে ৬ রান।

বিশ্ব একাদশের দলটি মূলত গঠন করা হয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের নিয়ে। এই দলে আরো রয়েছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক রশিদ লতিফ ও অস্ট্রেলিয়ান স্পিনার স্টিভ ও’কিফ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।