ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফ্লু ভাইরাসে আক্রান্ত ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
ফ্লু ভাইরাসে আক্রান্ত ম্যাথিউস ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের বিপক্ষে চলমান গল টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে মাঠে নামেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। ফ্লু ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে বিশ্রামে রাখা হয়েছে।

দ্বিতীয় সেশনেও এখন পর্যন্ত মাঠে তার উপস্থিতি নেই। দিনের বাকী সময়ে ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়।

শ্রীলঙ্কার টিম ম্যানেজার জেরি উটার্সজ এমনটিই নিশ্চিত করেছেন। জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) জ্বর নিয়ে ঘুম থেকে ওঠেন ম্যাথিউস। ফ্লু ভাইরাস ধরা পড়ায় ডাক্তারের পরামর্শে তাকে সকালের সেশনে বিশ্রাম দেওয়া হয়। তার অনুপস্থিতিতে লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক লাহিরু থিরিমান্নে।

অবশ্য, ম্যাথিউসের শারীরিক অবস্থার ‍উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন উটার্সজ। ‘সকালের সেশনের শেষদিকে ম্যাথিউস অনেকটা সুস্থ বোধ করেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্পূর্ণ ফিট হলে দ্বিতীয় বা তৃতীয় সেশনে তিনি মাঠে নামতে পারেন। ’

প্রথম দিনে মাত্র ১৮৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। সর্বোচ্চ ৬৪ রান করেন ম্যাথিউস। দিনেশ চান্দিমালের ব্যাট থেকে আসে ৫৯ রান। পরে দুই উইকেটে ১২৮ রান নিয়ে দিনের খেলা শেষ করে সফরকারী ভারত।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।