ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অনুমতি না নেওয়ায় চার ক্রিকেটার বিপদে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
অনুমতি না নেওয়ায় চার ক্রিকেটার বিপদে ছবি : সংগৃহীত

ঢাকা: চুক্তিবদ্ধ দুই ক্রিকেটার ইলিয়াস সানি এবং নাদিফ চৌধুরিকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের অনুমতি না নিয়ে আমেরিকাতে গিয়ে ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য তাদের শাস্তির মুখে পড়তে হচ্ছে।

আর তাদের সঙ্গে সতর্ক করা হয়েছে তাপস বৈশ্য এবং শাকের আহমেদকে।

বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকেটারদের শোকজের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিসিবি’র কোড অব কন্ডাক্ট অনুযায়ী, চুক্তিবদ্ধ ক্রিকেটাররা দেশের বাইরে কোনো লিগ বা টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে তাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমতি পত্র নিতে হয়। কিন্তু, সানি এবং নাদিফ কোনোরকম অনুমতি না নিয়ে আমেরিকাতে একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেন। তাই তাদের শোকজ নোটিশ খুব শিগগিরই পাঠানো হবে।

নাদিফ এবং সানির সঙ্গে সে টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন বিপিএলের ম্যাচ ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আশরাফুল। ‌এছাড়া তাপস বৈশ্য ও শাকের আহমেদও সে টুর্নামেন্টে অংশ নেন। আশরাফুলের ব্যাপারটি ভিন্ন হলেও তাপস আর শাকেরকে সতর্ক করে দেওয়া হবে বলে জানা যায়।

উল্লেখ্য, বোর্ডের অনুমতি ছাড়া আমেরিকার ডাইভারসিটি কাপে অংশ নিয়ে এ চার ক্রিকেটার বিতর্ক সৃষ্টি করেন। আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ টাইগার্স দলের হয়ে ডাইভারসিটি কাপে খেলেন নাদিফ, সানি, তাপস এবং শাকের।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ২০ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।