ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
বাংলাদেশের বিপক্ষে অনিশ্চিত ওয়ার্নার ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ তিন ম্যাচে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্টিভেন ফিনের বলে বাঁহাতের আঙ্গুলে গুরুতর ব্যথা পান এ ওপেনার।

সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

এদিকে আসন্ন বাংলাদেশ সফরে ওয়ার্নারের খেলা নিয়ে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইনজুরির কারণে বাঁহাতি এ ব্যাটসম্যানকে অন্তত ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে। ৩০ সেপ্টেম্বর দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে অজিরা।

এর আগে শেষ হওয়া ‍অ্যাশেজ সিরিজের পরে অজি দল থেকে ‍অবসরে গিয়েছিলেন টেস্টের অন্য ওপেনার ক্রিস রজার্স। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া নির্বাচকদের বাংলাদেশ সফরে নতুন দুই ওপেনার নিতে হতে পারে। আর ওপেনিংয়ে দায়িত্ব নিতে জো বার্ন ও ক্যামেরুন ব্যানক্রফ্টে এখন সবচেয়ে বেশি এগিয়ে আছেন।

এদিকে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ডান কাঁধের হালকা চোট পেয়েছেন শেন ওয়াটসন। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে জানানো হয়েছে সিরিজের পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবেন তিনি। ‍অন্যদিকে টাইগারদের বিপক্ষে টেস্টে বিশ্রামে রাখা হতে পারে ফাস্ট বোলার মিচেল জনসন ও জস হ্যাজেলউডকে।

৯ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৭ অক্টোবর মিরপুরের শেরে-ই-বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।