ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজিদের পেস আক্রমণ অনেক শক্তিশালী: মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
অজিদের পেস আক্রমণ অনেক শক্তিশালী: মুশফিক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ক্রিকেট বিশ্বে বর্তমান সময়ের ভয়ঙ্কর এক পেসারের নাম মিচেল জনসন। বল হাতে বাঁহাতি এই অস্ট্রেলিয়ান পেসার ব্যাটসম্যানদের  জন্য ২২ গজে বরাবরই ভয়ঙ্কর।



দুই টেস্টের সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তাই জনসন-মিচেল স্টার্কদের বিধ্বংসী বোলিং এবং তাদের বিপরীতে তামিম-মুশফিকদের ব্যাটিং দেখার আশায় অনেকেই।

কিন্তু টাইগার ভক্তদের সে আশা আর পূরণ হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়া দলের জেনারেল ম্যানেজার (টিম পারফরম্যান্স) প্যাট হাওয়ার্ড সিডনি মর্নিং হেরাল্ডকে ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশ সফরে বিশ্রাম দেওয়া হতে পারে জনসন ও হ্যাজেলউডকে।

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা না হলেও আগে থেকে মিচেল জনসন ও জশ হ্যাজেলউড দলে থাকছেন না এটা অনেকটাই নিশ্চিত।

এ দুই পেসার না আসলেও বাকি বোলারদের হাল্কাভাবে নেওয়ার উপায় নেই বলে জানিয়েছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন শেষে মুশফিক সাংবাদিকদের বলেন, ‘এমনিতে মনে হতে পারে জনসন-হ্যাজেলউডের মতো দু’জন পেসার না আসায় আমাদের ভালোই হবে। কিন্তু ব্যাপারটা এমন নয়। অস্ট্রেলিয়ার পেস আক্রমণ অনেক শক্তিশালী। আমি তো মনে করি, এখন মিচেল স্টার্ক ওদের সবচেয়ে ভালো বোলার। সে আসবে, বাকি যারা আছে, তাদের মোকাবেলা করাও সহজ হবে না। ’

জনসনরা না থাকলেও মুশফিকের মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। টেস্ট দলপতির আশা বাংলাদেশ ভালো করবে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া তো আর উপমহাদেশের দলগুলোর মতো নয়। ওরা কখনোই হাল ছাড়ে না।

ওরা পেশাদার দল। কে আসছে, না আসছে, সেটা তাই গুরুত্বপূর্ণ নয়। ওদের বিপক্ষে ভালো কিছু করতে হলে আমাদেরকে নিজেদের সেরাটাই খেলতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।