ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের ট্রেনিং ক্যাম্পে ক্ষুব্ধ ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
ক্যারিবীয়দের ট্রেনিং ক্যাম্পে ক্ষুব্ধ ব্রাভো ছবি: সংগৃহীত

ঢাকা: অক্টোবরে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তার আগেই দলের অনুশীলন ক্যাম্প নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো।



অনুশীলন ক্যাম্পের সুযোগ-সুবিধা নিয়েই আপত্তি তোলেন ব্রাভো। ওযেস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ট্রেনিং ক্যাম্পে কোনো বিলাসিতার ব্যবস্থা রাখেনি। সার্বিক দিক নিয়েই বেশ হতাশা ব্যক্ত করেন ব্রাভো। তিনি অফিসিয়াল ইন্সটাগ্রাম পেইজে নিজের বেডরুমের একটি ছবি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে ব্রাভো লেখেন, ‘অনুশীলন ক্যাম্প নিয়ে আমি মোটেই খুশি নই। নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আমরা যেখানে থাকছি সেখানে কোনো ইন্টারনেট ও টেলিভিশনের ব্যবস্থা নেই। এমনকি জামাকাপড় ধোয়ার কাজটাও নিজেদেরকেই করতে হচ্ছে। ’

গত মে মাসের শেষদিকে অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে পাঁচ দিনের অনুশীলন ক্যাম্প করে ও. ইন্ডিজ। সেখানে সব ধরণের বিলাসিতাই ছিল। কিন্তু, ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজেভাবে হোয়াইওয়াশের লজ্জায় ডোবে ব্রাভো-হোল্ডাররা। এজন্যই হয়তো লঙ্কানদের বিপক্ষে সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে কঠোরতা অবলম্বন করছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

আগামী ১৪ অক্টোবর গলে দু’দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। কলম্বোয় ২২ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। ১, ৪ ও ৭ নভেম্বর ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৯ ও ১২ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শেষে দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।