ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে দেশি ১২, বিদেশি ৭ ক্রিকেটারের অন্তভূক্তি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
বিপিএলে দেশি ১২, বিদেশি ৭ ক্রিকেটারের অন্তভূক্তি

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি এখনও চূড়ান্ত হয়নি। তবে এগুচ্ছে বাকি কাজ।

আগামী ২৫ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে নিয়ে বেশ কিছু বিষয়ের খসড়া তৈরি করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। খুব শিগগিরই সভায় বসে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এরই মধ্যে দেশি-বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের একটি খসড়া তৈরি করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএলে প্রতিটি দল ১২ জন দেশি ও ৭ জন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে। প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে দলগুলো ক্রিকেটার কিনে নেবে। দেশি-বিদেশি ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে। প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিকও প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে।

দেশি ক্রিকেটারদের জন্য আইকন, ক্যাটাগরি এ, বি, সি ও অনূর্ধ্ব-১৯ এই পাঁচভাগে ভাগ করা হবে। আইকন ক্রিকেটারের পারিশ্রমিক হবে ৩৫ লাখ টাকা। ‘এ’ ক্যাটাগরি থেকে তিনজন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। তাদের মূল্য হবে ২৮ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক হবে ২২ লাখ টাকা। ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ১৫ লাখ টাকা করে। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের দু’জন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। তাদেরকে পারিশ্রমিক দিতে হবে ৫ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক হবে ৭০ হাজার ডলার। এর চেয়ে বেশি মূল্যে যদি কোনো ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজিগুলো নিতে চায় তাহলে ওই ক্রিকেটারের পারিশ্রমিকের দায়িত্ব নেবে না বিসিবি। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার ৫০, ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার ৪০ ও ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটার ৩০ হাজার ডলার পাবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।