ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অজি দলে নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
অজি দলে নতুন মুখ ছবি: সংগৃহীত

ঢাকা: শেন ওয়াটসন ও নাথান কোল্টার নাইল ইনজুরিতে ভোগায় অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন জস হ্যাস্টিংস ও পিটার হ্যান্ডসকম্ব। ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের বাকি তিন ম্যাচে এ দুজনের খেলার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে লিড নিয়েছে অজিরা।

অজিদের রঙিন জার্সি গায়ে সর্বশেষ চার বছর আগে মাঠে ‍নামেন অলরাউন্ডার হ্যাস্টিংস। তবে ২৪ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান হ্যান্ডসকম্বের এখনো আন্তর্জাতিক ম্যাচেই অভিষেক হয়নি। দ্বিতীয় ম্যাচে ছিটকে পড়া ডেভিড ওয়ার্নারের পরিবর্তে খেলবেন অ্যারন ফিঞ্চ।

এখন পর্যন্ত মাত্র ১১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী হ্যাস্টিংস। ব্যাট হাতে ১৬.৪০ গড়ে করেন ৮২ রান। বোলিংয়ে ৪.৫০ ইকোনমি রেটে নিয়েছেন আট উইকেট।

অন্যদিকে, প্রথম শ্রেণীর ক্রিকেটে ৪৪ ম্যাচে ৩৫.৮৯ গড়ে ২,৪৪১ রান করেছেন হ্যান্ডসকম্ব। ১৭টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে চারটি সেঞ্চুরি।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। জিতলেই অজিদের সিরিজ জয় নিশ্চিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। সিরিজ বাঁচাতে ইংলিশদের বাকি তিন ম্যাচেই জয়ের বিকল্প নেই।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
অারএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।