ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্র্যাডম্যানের ব্লেজারের দাম ৯১ হাজার ডলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
ব্র্যাডম্যানের ব্লেজারের দাম ৯১ হাজার ডলার ছবি: সংগৃহীত

ঢাকা: নিলামে বিক্রি হয়েছে অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যানের একটি ব্লেজার। অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজে যে ব্লেজারটি গায়ে জড়িয়েছেন সেটিই ৯১ হাজার ৪১০ ডলারে বিক্রি হয়েছে।

যা অস্ট্রেলিয়ান মুদ্রায় ১ লাখ ৩২ হাজার ডলারের সমান।

সোমবার (০৭ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটিই জানা গেছে। মেলবোর্নের নিলাম কার্যালয়ে ব্র্যাডম্যানের ব্লেজারটি বিক্রি হয়।

১৯৩৬-৩৭ সালে ব্র্যাডম্যানের নেতৃত্বে অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যায় অজি ক্রিকেট দল। তবে পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে জেতে ইংলিশরা।

নিলাম বিক্রেতা ম্যাক্স উইলিয়ামসন বলেন, ‘এই প্রথম আমরা নিলামের মাধ্যমে ব্লেজার বিক্রি করেছি। যে দামে এটি বিক্রি হয়েছে তা আমাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। সবাই রীতিমত অভিভূত। ’

এর আগে ২০০৮ সালে ব্র্যাডম্যানের বিদায়ী টেস্টের স্মারক ক্যাপটি ৪ লাখ দুই হাজার পাঁচশ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয়।

ব্র্যাডম্যানের ব্যাটিং গড় ক্রিকেটপ্রেমীদের অজানা থাকার কথা নয়। ৯৯.৯৪! ৫২ টেস্টে ৬,৯৯৬ রান করেছেন প্রয়াত এ ডানহাতি ব্যাটসম্যান। ১৩টি অর্ধশতকের পাশাপাশি রয়েছে ২৯টি সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘন্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।