ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড-পাকিস্তান ফাইনাল বৃহস্পতিবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
ইংল্যান্ড-পাকিস্তান ফাইনাল বৃহস্পতিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: দু’দলেরই পয়েন্ট সমান। চার ম্যাচে তিনটি করে জয়।

সামর্থ্যের বিচারে দু’টি দলকে পার্থক্য করা খুব কঠিন। তবে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হারায় ইংল্যান্ড। এটিই ইংলিশদের জন্য অনুপ্রেরণা হতে পারে। তারপরও ফাইনাল বলে কথা। দিনটি যাদের তারাই জিতবে। আর বিজয়ী দলের নাম উঠে যাবে ইতিহাসের পাতায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত পাঁচ জাতির টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়াল্ড।

মঙ্গলবার আফগানিস্তানকে ১৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইংলিশরা। অন্যদিকে, গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান। ভারতকে সাত উইকেটে হারিয়ে চার ম্যাচে দুই জয় নিয়ে তৃতীয় অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে স্বাগতিক বাংলাদেশ।

ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস (আইসিআরসি) আয়োজিত টুর্নামেন্টটিকে সফল করার জন্য সব ধরণের সহযোগিতা করছে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, বিসিবি ও বিকেএসপি। টুর্নামেন্টে মোট পাঁচটি দেশ অংশ নেয়। এর আগে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে বিশ্বে এত বড় ক্রিকেট টুর্নামেন্ট আর হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।