ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে অনিশ্চিত ডু প্লেসিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ভারত সফরে অনিশ্চিত ডু প্লেসিস ছবি: সংগৃহীত

ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ফাফ ডু প্লেসিসের খেলা নিয়ে সংশয় রয়েছে। যদিও তিন ফরমেটের স্কোয়াডেই তার নাম রয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দল ঘোষণা করে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।

সেপ্টেম্বরের শেষদিকে পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে ভারত সফরে যাবে প্রোটিয়ারা। তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও চার ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল।

ইনজুরির কারণে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন ডু প্লেসিস। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এ মাসের শেষদিকে তার পুরোদমে অনুশীলনে ফেরার কথা রয়েছে।

প্রোটিয়া দলের ম্যানেজার ডা. মোহাম্মদ মুসাজি বলেন, ‘ডু প্লেসিস প্রত্যাশার চেয়ে ধীরগতিতে ইনজুরি কাটিয়ে উঠছেন। গত সপ্তাহে সে কেপ টাউনের একজন হাঁটু বিশেষজ্ঞের শরণাপন্ন হন। তখন তার হাঁটুতে দ্বিতীয়বারের মতো ইনজেকশন দেওয়া হয়। এর পর থেকে সে হাঁটুতে ব্যথা অনুভব করছে না। তবে আমরা তার উন্নতি পর্যবেক্ষণ করছি। ’

তিনি আরও উল্লেখ করেন, ‘পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে প্রাথমিকভাবে ডু প্লেসিস অনুশীলন করবে এবং মাসের শেষদিকে পুরোদমে অনুশীলনে ফেরার সম্ভাবনা রয়েছে। তখনই তার পরিপূর্ণ ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ’

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।